শনিবার, ২০ এপ্রিল ২০২৪
রাজীব রাসেল/ ফারুক হাসান কাহার/ এম এ হান্নান : কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যমুনা নদী থেকে প্রতিদিন অসাধু জেলেরা কারেন্ট, বাদাই ও মশারি জাল দিয়ে হাজার হাজার টাকার জাটকা ইলিশ ধরছে। ফলে যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার ৪ টি ইউনিয়নের ১৫ কিলোমিটার যমুনা তীরবর্তী এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইলিশ শূন্য হয়ে পড়েছে। যমুনা নদী তীরবর্তী এসব ইউনিয়ন গুলি হলো জালালপুর, কৈজুরী, সোনাতনী ও গালা। এলাকাবাসী জানায়, পদ্মা নদীতে ইলিশ প্রাপ্তির পাশাপাশি শাহজাদপুরের যমুনা নদীর এ অংশেও তুলনামূলকভাবে কমবেশি উৎকৃষ্টমানের ইলিশ পাওয়া যায়। কিন্তু প্রভাবশালী জলদস্যুরা পূর্ণাঙ্গ ইলিশ হতে না হতেই জাটকা অবস্থায়ই বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে নির্বিচারে জাটকা ইলিশ ধরে বাজারে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় যমুনা নদীতে বর্তমানে আগের মতো আর ইলিশ আর পাওয়া যাচ্ছে না। অসাধু জেলেদের প্রতাপে অবৈধ কারেন্ট, বাদাই ও মশারি জালসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকৃতির ছিদ্র জালে ধরা পড়ছে জাটকা ইলিশ। বর্তমানে ভূ-গর্ভস্থ পানির স্তর অনেক নীচে নেমে যাওয়ায় যমুনার পানি প্রবাহ এলাকা অনেক সংকুচিত হয়ে পড়েছে। যমুনার ওই কম পানিপ্রবাহ এলাকায় অসাধু জেলেদের এ কর্মকান্ডে যমুনা নদীর শাহজাদপুর অংশসহ পার্শ্ববর্তী এলাকাগুলো ইলিশ শূন্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, এক সময় যমুনা নদীর এ অংশে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ পাওয়া যেত। অসাধু জেলেদের প্রতাপ প্রসারিত নীর্লুপ্ত থাবায় ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা না হতেই তারা এ সব জাটকা ধরে বাজারে নদী তীরবর্তী এলাকাগুলোর হাটবাজারে বিক্রি করছে। এতে তাদের পকেট ভারী হলেও যমুনা নদী ইলিশ শূন্য হয়ে পড়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। গতকালও যমুনা নদীর কৈজুরী, সাহেবপাড়া, দামুয়াপাড়া, গুপিয়াখালী, জামিরতা, জগতলা, বাশুরিয়া, কাশিপুর, মার্জান ও ভেড়াকোলা এলাকা থেকে জেলে নামধারী প্রভাবশালী জলদস্যুরা অবাধে মশারি জাল দিয়ে ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা অনেক জাটকা ইলিশ মাছ ধরে স্থানীয় মাছ বাজারে বিক্রি করেছে। প্রতি কেজি এসব ইলিশের জাটকা পাইকারী বাজারে দুই’শ টাকা থেকে চার’শ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কাশিপুর গ্রামের আব্দুল হাকিম জানান, সংশ্লিষ্টদের উদাসীনতা, নিয়মিত নজরদারীর অভাব আর অবহেলায় যমুনা নদীর শাহজাদপুর পয়েন্টসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ সব প্রভাবশালী জলদস্যুখ্যাত মুনাফালোভী জেলেরা জাটকা ইলিশের পাশাপাশি অন্যান্য দেশীয় প্রজাতির মাছও ধরে যমুনা নদী মৎস্য শূন্য করে ফেলছে। দশ বছর আগেও যমুনা নদীর এ অংশে প্রচুর পরিমাণে দেশী জাতের রুই, কাতলা, বোয়াল, পাবদা, পাঙ্গাস, টেংরা, বাইম, চিতল, চিংড়ি, সরপুটি, পুটি, সহ প্রায় ৬০ প্রজাতির মাছ পাওয়া যেত। অতিরিক্ত ডিমওয়ালা মা মাছ ও পোনা নির্বিচারে আহরণের ফলে মাছের প্রজনন ব্যহত হওয়ায় এখন যমুনায় দেশীয় ১০/১২ প্রজাতির মাছ পাওয়া গেলেও বাকীগুলি বিলুপ্ত হয়ে গেছে। যথেচ্ছা ভাবে যমুনার শাহজাদপুরসহ পার্শ্ববর্তী অংশে মৎস্য আহরণ নিয়ন্ত্রণ করা না গেলে অদূর ভবিষ্যতে যমুনা নদী সম্পূর্ণরূপে মৎস্য শূন্য হয়ে পড়বে বলে বিজ্ঞ মহল মনে করেন। এলাকাবাসী অভিযোগে জানায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে এক শ্রেণীর প্রভাবশালী জলদস্যুখ্যাত জেলেরা যমুনা নদীর এ অংশ থেকে লাখ লাখ টাকার ডিম ও রেণু আহরণ করার ফলে যমুনা নদী কালের বিবর্তনে মৎস্য শূন্য হয়ে পড়ছে। অপরদিকে, অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ওইসব প্রতাপশালী জেলেরা দিনদিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বর্তমানে তাদের দৌরাত্ব চরমে পৌছেছে। ফলে ঐতিহ্যবাহী মৎস্য ভান্ডার যমুনা নদীর শাহজাদপুর অংশসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইলিশের দেখা পাওয়ায় দূরহ হয়ে পড়েছে এবং অন্যান্য মাছের তীব্র আকাল দেখা দিয়েছে। এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে। জামিরতা গ্রামের বরাত আলী, কাশিপুর গ্রামের আব্দুল হাকিম, বাশুরিয়া গ্রামের সঞ্জু মিয়াসহ অনেকেই জানান, এক সময়ে যমুনার এ অংশে প্রচুর পরিমানে পরিনত আকারের ইলিশ ধরা পড়তো।এ সব মাছ নৌকা ও ট্রলারে করে ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শহরে নিয়ে বিক্রি করা হতো। যমুনার ইলিশের সুস্বাদ বেশি হওয়ায় ওই সব শহরে যমুনার ইলিশের ব্যাপক চাহিদা ছিল। অপরিকল্পিতভাবে জাটকা নিধনের ফলে বর্তমানে যমুনা নদীর শাহজাদপুরসহ পার্শ্ববর্তী অংশ দিন দিন প্রায় ইলিশ শূন্য হয়ে পড়ছে।এ ব্যাপারে মাঝে মধ্যে পত্রিকায় লেখালেখি হলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। কিন্তু দু’দিন যেতে না যেতেই যমুনা নদী তীরবর্তী দুর্গম গাঁওগেরামের জেলেদের কাছ থেকে মৎস্য অধিদপ্তরের নামে মাসোয়ারা নেয়ায় কাজের কাজ কিছু হচ্ছেনা ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

অপরাধ

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামে এবছর ১৯মার্চে ডোবা থেকে জামাত আলী নামের এক চা দোকানীর লাশ উ...

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

স্বাস্থ্য

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দিনে গরম রাতে শীত! সিরাজগঞ্জ জেলায় ঘরে ঘরে সর্দি জ¦র-ডায়রিয়াসহ বিভিন্...

বিলুপ্ত প্রায় ভিসিআর !

তথ্য-প্রযুক্তি

বিলুপ্ত প্রায় ভিসিআর !

শামছুর রহমান শিশির : প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকায়নের পদতলে পিষ্ট হয়ে এক সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় নানা ইলেকট্রনিক্স স...

শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণে বিচারপতি মো: নুরুজ্জামান

আইন-আদালত

শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণে বিচারপতি মো: নুরুজ্জামান

শামছুর রহমান শিশির ও এমএ হান্নান : রোববার সকালে শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণ করলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভ...

মৃত্যু পথযাত্রী দুধের শিশু আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

মৃত্যু পথযাত্রী দুধের শিশু আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা মধ্যপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর সাদ্দাম হোসেনের ও মুনিরা খাতুনের একমাত্র সন্তান আল...