শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Untitled-1শাহজাদপুর প্রতিনিধিঃ মিল্কভিটা পরিচালক লাভলু-এমপি স্বপন দ্বন্দ্বে শাহজাদপুরে যুবলীগের সম্মেলন পন্ড হয়ে গেছে। মঙ্গলবার শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বাড়িয়াপুরে অবস্থিত রবীন্দ্র কাচারীবাড়ী মিলনায়তনে এর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত শুক্রবার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় হামলা সংঘর্ষের জন্য মিল্কভিটা পরিচালক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু পিপি সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনকে দ্বায়ী করায় উভয়ের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। এ দ্বন্দ্বের জের ধরে যুবলীগের এ সম্মেলন পন্ড হয়েছে বলে দলীয় একাধিক নেতাকর্মী সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মিল্কভিটা পরিচালক, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্রুনাল আদালতের পিপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এক অভিযোগে জানান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের (মিল্ক ভিটার) চেয়ারম্যান হতে না পেরে প্রতিহিংসা পরায়ন হয়ে শাহজাদপুরের এমপি হাসিবুর রহমান স্বপনের ইন্দোনেই সেদিন মিল্ক ভিটার সমন্বয় সভায় হামলা সংঘর্ষ এবং তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এর পরে তার সমর্থিত লিয়াকত-রাজিব প্যানেলের জয় এবং এমপি স্বপন সমর্থিত ইউনুস-দিনার প্যানেলের ভরাডুবির আশংকায় কৌশলে শাহজাদপুর উপজেলা যুবলীগের সম্মেলন তিনি স্থগিত করেছেন। অপর দিকে এমপি হাসিবুর রহমান স্বপন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় অপ্রত্যাশিত ভাবে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার কোন হাত নেয়। তিনি এ ব্যাপারে কাউকে উষ্কেও দেননি। বরং মিল্কভিটা কারখানায় হামলার ঘটনায় প্রায় দেড় হাজার ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় যুবলীগ, আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আসামী হয়ে যাওয়ায় তাদের অনেকেই এ সম্মেলনে উপস্থিত হতে পারবেন না। এ ছাড়া এ সম্মেলনে জয় পরাজয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এ অপ্রীতিকর পরিস্থিতি নিরসনে এবং শাহজাদপুরের আইন শৃংখলা রক্ষার স্বার্থেই যুবলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি ওমর ফারুকের নির্দেশ অনুযায়ী এ সম্মেলন স্থগিত করা হয়েছে। এর পেছনে অন্য কোন উদ্দেশ্য নাই। এদিকে যুবলীগের এ সম্মেলন পন্ড হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা নেমে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ নেতা অভিযোগে জানিয়েছেন গত এক বছর ধরে কয়েক দফায় এ সম্মেলন পিছিয়ে এদিন উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সবাইকে হতাশ করে আবারও তা স্থগিত হয়ে যাওয়ায় শাহজাদপুর উপজেলা যুবলীগের কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তারা এ ব্যাপারে দলীয় হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছে। গত শুক্রবার বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে সভামঞ্চে ত্রিপল না টানানোর বিষয়কে কেন্দ্র করে মিল্কভিটা পরিচালনা পর্ষদের পরিচালক এ্যাডাভোকেট আব্দুল হামিদ লাভলুর সাথে নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আলমাহমুদের বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে মিল্ক ভিটা পরিচালক আব্দুল হামিদ লাভলু ও এমপি হাসিবুর রহমান স্বপন অন্তঃদ্বন্দ্বে জড়িয়ে পড়িয়েছেন। এ দ্বন্দ্বের জের ধরে এ সম্মেলন পন্ড হয়ে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...