সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

0,,16016273_303,00

ক্রীড়া ডেক্সঃ ক্রিকেট নয়, এবার ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত৷ দুই ম্যাচের ফুটবল সিরিজ খেলতে শুক্রবার ভারতের ব্যাঙ্গালোর শহরে যাচ্ছে পাকিস্তান জাতীয় ফুটবল দল৷ পাকিস্তানি খেলোয়াড়রা আসন্ন ভারতীয় ফুটবল লিগেও খেলতে আগ্রহী৷

একে অপরের দেশে গিয়ে ক্রিকেট খেলা যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তখন এমন দ্বিপাক্ষিক ফুটবল সিরিজ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে৷ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের তুলনায় ফুটবলের জনপ্রিয়তা কম – এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ উত্তেজনার এমন অভাবই হয়ত এমন এক সফর সম্ভব করেছে৷
পাকিস্তান জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন কলিমুল্লাহ বলেন, এই সিরিজ দুই দেশের মধ্যে ‘শান্তি ও মৈত্রী' প্রতিষ্ঠা করতে সাহায্য করবে৷ তাঁর মতে, এটা একটা ঐতিহাসিক ঘটনা৷ সংবাদ সংস্থা এএফপি-কে তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট, ফুটবল, হকি – যে খেলাই হোক না কেন, দুই টিমের উপরেই প্রচণ্ড চাপ সৃষ্টি হয়৷ যে টিম এই চাপ সামলাতে পারে, তারই জয় হয়৷ তবে তিনি এও স্বীকার করেন, ভারতের ফুটবল টিম যথেষ্ট ভালো৷ তাছাড়া নিজেদের মাঠে দর্শকদের সমর্থনও তারা পাবে৷ উল্লেখ্য, গত ৯ বছরে দুই দেশের মধ্যে এমন সিরিজ অনুষ্ঠিত হয়নি৷ সম্প্রতি পাকিস্তানের ফুটবল জগতে বেশ কিছু ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ জাতীয় দলের ক্যাপ্টেন ২২ বছর বয়স্ক কলিমুল্লাহ ও মহম্মদ আদিল কিরগিজিস্তানের ‘দরদই বিশকেক' ফুটবল ক্লাবের হয়ে খেলছেন৷ গত মাসেই কলিমুল্লাহ দশ হাজার ডলার মূল্যের এই চুক্তি স্বাক্ষর করেছেন৷ এই ফুটবল সিরিজের ‘টাইমিং'-এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে৷ আগামী অক্টোবর মাসে ভারতীয় ফুটবল লিগ শুরু হচ্ছে৷ ক্রিকেট লিগের মতো এ ক্ষেত্রেও ক্লাবগুলি গোটা বিশ্বের অনেক খেলোয়াড়কে আকৃষ্ট করবে – এমনটাই ধরে নেওয়া হচ্ছে৷ পেশাদারি ফুটবলের এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় পাকিস্তানও৷ ক্রিকেট লিগে পাকিস্তানি খেলোয়াড়দের শামিল করা কঠিন হলেও ফুটবলের ক্ষেত্রে তা কোনো বাধা হবে না বলে তাদের আশা৷ কলিমুল্লাহ বলেন, গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবে পাকিস্তানি খেলোয়াড়রা খেলেছেন বলে তাঁরা শুনেছেন৷ তাঁর আশা, এবারের সিরিজে পাকিস্তানি খেলোয়াড়রা ভালো খেললে ভারতীয় ফুটবল লিগে তাঁদের স্থান হতে পারে৷ তবে শুধু ফুটবল নয়, ক্রিকেট অনুরাগীরাও নিজেদের মাঠেই দুই দেশের ম্যাচ দেখার সুযোগ পেতে চলেছেন৷ গত মাসে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আগামী ৮ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে ৬টি সিরিজ অনুষ্ঠিত হবে৷ নতুন দিল্লি অনুমোদন করলে ২০১৫ সালের ডিসেম্বর মাসেই প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবার কথা৷ এসবি/ডিজি (এএফপি)

সম্পর্কিত সংবাদ

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষাঙ্গন

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া ও এর প্রত...

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ‘চাচা চৌধুরী’

আন্তর্জাতিক

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ‘চাচা চৌধুরী’

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এনায়েতপুরে বন্যা দুর্গতদের মাঝে লতিফ বিশ্বাসের নগদ অর্থ প্রদান

বন্যা

এনায়েতপুরে বন্যা দুর্গতদের মাঝে লতিফ বিশ্বাসের নগদ অর্থ প্রদান

এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যা দুর্গত অসহায়দের মাঝে জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সা...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...