শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শাহজাদপুর সংবাদদাতা : গত বৃহস্পতিবার রাতে পাবনা জেলার বেড়া উপজেলায় দৈনিক ইনকিলাব সংবাদদাতা, পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ’র ভারপ্রাপ্ত সম্পাদক, বেড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আরিফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  শুক্রবার শাহজাদপুর প্রেসক্লাব ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে পৃথক পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহজাদপুর প্রেসক্লাবে ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় প্রবীন সংবাদকর্মী সরকার আরিফুর রহমানের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও কবি কবীর আজমল বিপুল (ভোরের কাগজ), সাগর বসাক (মানবজমিন), আব্দুল হাকিম শিমুল (সমকাল), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ),আবুল কাশেম (নয়াদিগন্ত), আসলাম আলী, হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) প্রমূখ। অপরদিকে, এদিন সকালে পৌরসদরের মণিরামপুর বাজারস্থ ‘শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরাম’-এর কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিক সরকার আরিফুর রহমান (আরব আলী)-এর ওপর ন্যাক্কারজনক পরিকল্পিত ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা (দৈনিক জনতা), শামছুর রহমান শিশিরসহ সংগঠনের সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বাজারে যাবার পথে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী সরকার আরিফুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর ও পরে পাবনা সদর হাসপাতালে তাকে ভর্তি করে।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...