বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ রবিবার (২৩ মে) সকালে শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড.আবুল কাশেম, মির্জা আব্দুল বাকীর ছেলে শাহীদ ফরহাদ রাজু, মেয়ে বিলকিস পারভীন সুমী। এ সময় শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মির্জা আব্দুল বাকী ছিলেন একজন নিরহঙ্কার ও জনদরদী মানুষ, তার নেতৃত্বে ১৯৭১ সালে শাহজাদপুর ও সিরাজগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের পরে শাহজাদপুরের প্রথম প্রশাসক হিসেবে শাহজাদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহজাদপুর থানার অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন অধিনায়ক, শাহজাদপুর থানার প্রথম থানা প্রশাসক, প্রেসক্লাবের সাবেক সভাপতি, মটর শ্রমিক ইউনিয়ন ও টাউন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন। স্মরণ সভা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

জেলার বেলকুচি উপজেলায় কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রতাঁতী ও তাঁত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্...

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

রাজনীতি

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে কেন্দ্রীয় আও...