শনিবার, ২০ এপ্রিল ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশিে, ১৫ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বুধবার শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শাহজাদপুর চৌকি আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১ টায় দুগালী আইডিয়াল স্কুল ও কলেজে দিবসটি উপলক্ষে আলোচনা, স্মরণসভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ঘরে ঘরে তৈরি করতে হবে। কেবলমাত্র সভা, সমাবেশ, শোক র‌্যালি, ব্যানার-ফেষ্টুনই যেন দিবসটির সারমর্ম না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এ দিবসে মুজিবীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের শপথ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলেই স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’ এ সময় প্রধান অতিথি ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ পরিবারের শহিদ সকল সদস্যদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেতার কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ বলেন, ‘১৯৪৮ সালে পাকভারত ভাগ হলেও এদেশের মানুষের মনের আশা অপূর্ণই রয়ে যায়। ১৯৭১ সালে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ডাকে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।’ উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিন, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলী প্রমূখ। পরে অতিথিবৃন্দ এতিম, গরীবদের মধ্যে খাবার বিতরণ করেন। এদিন, দুপুর দেড় টায় হাটবায়রা স্কুল মাঠে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ ও দোয়া মাহফিলে অসংখ্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ ও গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া খায়েরের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

অর্থ-বাণিজ্য

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রতি বছর কোরবানির ঈদের আগে গবাদীপশুর রাজধানী শাহজাদপুরসহ আশেপাশের গবাদী পশ...

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বিভিন্ন সংগঠন আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।...

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি আলহাজ হেদায়েত আলী বাশুরী রচিত ‘ রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের ম...