শুক্রবার, ০২ মে ২০২৫
বগুড়ার ধুনটে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাংবাদিক ইমরান হোসেন ইমনকে (৩২) পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। ২৯ শে মার্চ (মঙ্গলবার) রাত্রি ১১ টার দিকে উপজেলার ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর এঘটনা ঘটে। আহত ইমরান হোসেন ইমন উপজেলার চৌকিবাড়ী গ্রামের মৃত আমির হোসেন মাষ্টারের ছেলে এবং তিনি যায়যায়দিন পত্রিকার ধুনট প্রতিনিধি ও অনুসন্ধান বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। জানাগেছে, মঙ্গলবার রাত ১১ টার দিকে ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর পৌঁছালে সাংবাদিক ইমনকে পিছন থেকে একটি মোটরসাইকেলের উপর কয়েক যুবক তাকে পিটিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়। এতে সাংবাদিক ইমনের বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাংবাদিক ইমরান হোসেন ইমন জানান, অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে পিছন থেকে চলন্ত মোটরসাইকেলের উপর অতর্কিতভাবে দূর্বৃত্তরা হামলা চালায়। এতে বাম হাতের কবজি ফেটে যায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি। এদিকে সংবাদ পেয়ে বুধবার সকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম,ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ সহ অন্যান্য সাংবাদিক ও থানা পুলিশ ধুনট হাসপাতালে গিয়ে সাংবাদিক ইমনের চিকিৎসার খোঁজ খবর নেন। এবিষয় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ইতিমধ্যেই পুলিশ মাঠে নেমেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ