বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর নানা অনিয়ম দূর্ণীতি ও স্বজন প্রীতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসি বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে বিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মচারি,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্ররাও অংশ গ্রহণ করেন। ফলে বিক্ষোভ মিছিলটি ব্যাপক জোরালো আকার ধারণ করে। বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে মিছিলটি পোরজনা বাজার ও আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পোরজনা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। পিএম কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,মোস্তাফিজুর রহমান,জুয়েল আলম,আব্দুস সালাম,ফিরোজ হোসেন, জাহাঙ্গীর আলম, আবু হানিফ,আব্দুর রহিম, আব্দুস সামাদ আজাদ, লোকমান হোসেন,হাসেম আলী, ইউসুফ আলী, বাবুল হোসেন, মোক্তার হোসেন মুক্তা, জয়নাল আবেদীন,আতিক হোসেন,রানা প্রমূখ। সমাবেশে বক্তারা, প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দূর্ণীতির মাধ্যমে পরাজিত প্রার্থীকে দিয়ে নির্বচিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের, সেশন ফি আদায়ের নামে ছাত্র-অভিভাবকদের কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়ম দূর্ণীতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন,শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর ভাড়াটিয়া লোকজন তাদের সমাবেশে হামলা চালিয়ে সমাবেশ পন্ড করার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর জের ধরে বিক্ষোভকারীদের একটি অংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের দরজা জানালায় আঘাত ও ফুলবাগানের বেড়া ভেঙ্গে ফেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের বিশ্বাস ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১১ দফা অনিয়ম-দূর্ণীতির অভিযোগে এনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সহ প্রশাসনের সকল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ ব্যাপারে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিরুদ্ধে আনিত অনিয়ম দূর্ণীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে এ সব করে তার ভাবমূর্তি নষ্ট করছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...