বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শামছুর রহমান শিশির : ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার তথ্য প্রযুক্তি খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে এবং ওই খাতের আধুনিকায়ন ও যুগোপযোগী করে তুলতে ব্যাপক কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই পাবলিক সার্ভিসের সকল পর্যায়ে তথ্য আদান প্রদানের মাধ্যমকে ডিজিটালাইজড্ করা হয়েছে। তেমনি ‘বাংলাদেশ পুলিশ নিউজ’ নামক ওয়েব পোর্টালে এবং বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ শাহজাদপুর থানার এসআই ফরিদের নিজ প্রোফাইলে চট্টগ্রামে গৃহপরিচারিকার কাজ করাবস্থায় ৩ মাস ধরে নিখোঁজ শাহজাদপুরের ১১ বছর বয়সী শিশু সাথী’র ছবিসহ পোস্ট দেয়ার পর অবশেষে শিশুটির সন্ধান মিলেছে। আজ বুধবার ফেসবুকের সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশ তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ফলে দীর্ঘদিন পরে হলেও আপন নীড়ের ঠিকানায় ফিরেছে হতদরিদ্র পরিবারের অসহায় এক শিশুকন্যা সাথী। বিজ্ঞ মহলের মতে,‘ সরকার দেশকে ডিজিটাল করতে তথ্য প্রযুক্তি খাতসহ বহুমূখী খাতে যে উন্নয়ন কর্মপরিকল্পনা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছে, তারই সুফল হিসেবে শাহজাদপুর থানা পুলিশের বলিষ্ঠ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে ৩ মাস পূর্বে হারিয়ে যাওয়া শিশু সাথীকে উদ্ধার সম্ভব হয়েছে। শাহজাদপুর থানা পুলিশের অভাবনীয় ওই সাফল্যকে তারা ডিজিটাল সফলতা হিসেবে আখ্যায়িত করেছেন।’

আজ বুধবার দুপুরে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) থানার উপ-পরিদর্শক ফরিদের সাথে সাথীকে উদ্ধারের বিষয়ে আলাপ হয়। আলাপকালে তারা জানিয়েছেন, ‘ গত ১৬ আগস্ট চট্টগ্রামে জনৈক মেহেদি হাসানের বাসায় কাজ করা অবস্থায় রাগ করে সাথী ওই বাসা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সাথীর পিতা হুরমুজ আলী বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জজ আদালতে একটি পিটিশন দাখিল করেন (পি-৮৫৯/১৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ফরিদ নিখোঁজ সাথীর সার্বিক বর্ণনা দিয়ে তার সন্ধান পেতে চট্টগ্রামের থানার সাধারণ ডায়েরির কপি,পোস্টারিংয়ের ছবিসহ ওয়েব পোর্টাল ‘বাংলাদেশ পুলিশ নিউজ’ ও তার ব্যক্তিগত প্রোফাইলে একটি সচিত্র পোস্ট দেন এবং বন্ধুদের শেয়ার করতে বলেন। ফেসবুকের মাধ্যমে চট্রগ্রামে মেঘনা ওয়েল কোং-এ কর্মরত আইয়ুব শিকদার এ বিষয়ে জানতে পারেন এবং তার সহকর্মী একেএম আক্তার হোসেনের হেফাজতে থাকা শিশুটির চেহারা ও পোস্টকৃত ছবির সাদৃশ্য খুঁজে পান। এ বিষয়ে নিশ্চিত হয়ে শাহজাদপুর থানাকে অবহিত করা হয়। পরে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ গত সোমবার রাতে সাথীকে উদ্ধারে চট্টগ্রামের অভিমূখে রওয়ানা হন। সেখানে আইনগত সকল প্রক্রিয়া শেষ করে অবশেষে সাথীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । এদিকে, অন্ধের ষষ্ঠিকে ফিরে পেয়ে পিতা হুরমুজ ও মা কান্নায় ভেঙ্গে পড়েন এবং শাহজাদপুর থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যপারে সাথী জানায়,‘৩ মাস চট্টগ্রামের বাসায় কাজ করার পর সে বাড়ি ফিরে আসতে চেয়েছিলো। বাড়ির কর্তা মেহেদি হাসান আমাকে কোরবানীর ঈদের পর বাড়িতে পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু ‘কোমলমতি মন, মানে না বারণ’-এর মতোই গত ১৬ আগস্ট ওই বাসা থেকে আমি পালিয়ে অচীন রাস্তায় ঘুরপাক খেতে থাকি।’ সেখানে কাভার্ড ভ্যানের হেলপার সহৃদ জনৈক রিয়াজ রাস্তা থেকে উদ্ধার করে একেএম কামালের হেফাজতে দেন। একেএম কামাল বিষয়টি সংশ্লিষ্ট পাচলাইশ থানাকে অবহিতপূর্বক সাথীকে নিজ বাড়িতে রাখেন। শেষে কামাল সাহেবের সহকর্মী আইয়ুব শিকদারের কাছে জানতে পেরে শাহজাদপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ চট্টগ্রাম থেকে সাথী’কে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ফিরিয়ে দেয় ৩ মাস পূর্বে হারিয়ে যাওয়া তার আপন নীড়, আপন স্বজন ও আপন ভূবন !

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

অর্থ-বাণিজ্য

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

নিজস্ব প্রতিনিধি : মিল্কভিটা কর্তৃপক্ষ খামারী পর্যায়ে দুধের দাম কমিয়ে এবং কোঠা পদ্ধতি চালু করে দুধ সংগ্রহ করছে। খামারী...

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর থানা ভবনটি চরম ঝুকি পূর্ণ হয়ে উঠেছে।...