শাহজাদপুর সংবাদ ডটকমঃ মিথ্যা তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগে চার সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া পাঁচ সচিব হলেন- বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় পাঁচ সচিবের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ ও জনপ্রাসনবিষয়ক মন্ত্রণালয়। ইতিপূর্বে্ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।এই পাঁচ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণে অনিয়মের অভিযোগ সম্পর্কিত তদন্তে সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। ৮ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রণের সুপারিশ করে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংসদকে জানান, ইতিপূর্বে ১৮২ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বর্তমানে সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের শনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরকে চলতি বছর ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনকারী মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাইপূর্বক গেজেটভুক্ত করে তাদের নামে সনদ ইস্যু করা হবে।’মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়োসীমা বাড়ানোর আদেশ জারি করার পর এই সনদ নেওয়ার হিড়িক পড়ে। বাতিল হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা-সুবিধা নিয়ে চাকরি করছেন। কেউ কেউ অবসরেও গেছেন। কারো আবার আগামী বছর এ সুবিধা নেওয়ার কথা রয়েছে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/14/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
আন্তর্জাতিক
ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি
ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
অর্থ-বাণিজ্য
প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...
