শুক্রবার, ০২ মে ২০২৫
তানিম তূর্যঃ পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে উল্লাপাড়ার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক মহা মিলন মেলার সৃষ্টি হয়। ধর্ম-বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কাছে বাংলা নববর্ষ প্রাণের উৎসবে পরিণত হয়ে হয়েছে। এ উৎসব বাঙ্গালীর জাতির ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে এমটায় দাবী সকলের। ছোট থেকে শুরু করে বৃদ্ধরাও নানা রঙ-ঢং এ সেজে বাঙ্গালীয়ান বেশে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভীর জমায়। উল্লাপাড়া সোনতলা ব্রীজ, ঘটিনাব্রীজ, রিয়া রিপন শিশু পার্ক সহ অন্যন্য স্থানে প্রচুর লোকের সমাগম ঘটে। সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান জানান, করতোয়া নদীর উপর নির্মিত সোনতলা ব্রীজ এলাকাটিতে মনোরম পরিবেশ থাকায় উল্লাপাড়ার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি এক মহা মিলন মেলার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনসহ ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদার নিযুক্ত করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, পহেলা বৈশাখে উল্লাপাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ নির্বিঘ্নের বাংলার এ উৎসব পালন করতে পারে সেজন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বিকেল ৫ টার পর থেকে কোথাও কোন সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ লোকজদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জনানা, আমরা শুধুমাত্র পুলিশ নই! আমরাও মানুষ! শত ব্যস্ততার মাঝে উল্লাপাড়ার মানুষগুলোকে সাথে নিয়ে বাংলা বর্ষ বরণ করতে পেরে খবই ভাল লাগছে।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!