শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  সোমবার, ২৭ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে বেশ কয়েকটি জনসভা ও পথসভা করেছেন এই আসনের দুইবার নির্বাচিত সাবেক সাংসদ ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। ইতোমধ্যেই শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলের নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নৌকার পক্ষে ভোট চাইছেন এই নেতা । তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করার কথা বলছেন, তুলে ধরছেন সরকারের উন্নয়ন। সাধারন মানুষও তাদের নেতা চয়ন ইসলামকে কাছে পেয়ে তার সময়ের ব্যাপক উন্নয়নের কথা স্বরণ করিয়ে দিয়ে আবারও তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোরালো দাবি তুলেছেন। তিনিও নেতাকর্মীদের আশ্বস্ত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই উন্নয়নকে আরও তরান্বিত করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে জয়ী করতে হবে। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এখনই মানুষের দোরগোড়ায় গিয়ে বিগত নয় বছরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগনের কাছে পৌছিয়ে দিতে হবে।’ আজ সোমবার বিকেলে উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল উচ্চ বিদ্যালয় মাঠে বড় ধুনাইল আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য, বাঙ্গালি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সাবেক ছাত্রনেতা আসাদ উল্লাহ তুষার, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির টিপু, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম মনি, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান পিযুশ, সাধারণ সম্পাদক আলীমূল আল সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক জহরলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, রূপবাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সভায় বক্তারা চয়ন ইসলামের সময় যমুনা নদী ভাঙ্গন রোধে নদীশাসন, রাস্তা ঘাট, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন ও আগামিতেও সুযোগ পেলে এলাকার মানুষের জন্য তিনি আরও আরও উন্নয়ন করবেন-এমন আশাবাদ ব্যাক্ত করে বক্তব্য রাখেন। এদিকে, গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি পথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার হাবিবুল্লাহনগর, খুকনি, জালালপুর, কৈজুরি, পোরজনা ও গালা ইউনিয়নের ১৮টি পয়েন্ট পথসভা করে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আগামীতে এ আসনে জননেত্রী যাকেই দলীয় মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে এ আসনটি প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনা’কে আবারও উপহার দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার  অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপরাধ

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দ...