শুক্রবার, ০২ মে ২০২৫

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত ট্রেন পোড়ানো মামলায় হাজিরা দিতে গিয়ে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র ও শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার সাবেক পৌরমেয়র সিরাজগঞ্জ জেলা জজ ও দায়রা আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে, এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষনিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমদাদুল হক নওশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাবৃন্দ। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী