শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

mamun 2চৌহালী প্রতিনিধিঃ চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি উদ্যেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান।

অভিযোগ পত্রে জানা যায়, যমুনার ভাঙন কবলিত চৌহালীতে এডিপি (বিশেষ ও অতিরিক্ত কিস্তি) প্রকল্পের কাজ না করেই চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুনের টাকা উত্তোলন করা, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও ঢাকায় রেন্ট-এ-কার ব্যবসা এবং গ্রাম পুলিশদের ঈদ-উল-ফিতরের পুর্বে বেতন বোনাসের চেকে সাক্ষর না দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তদন্ত পূর্বক শাস্তি দাবি করে উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা সহ ৭ ইউপি চেয়ারম্যান সাক্ষরিত অভিযোগ পত্র রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাব সহ বিভিন্ন দফতরে গতকাল অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। অভিযোগ পত্র প্রেরণের সত্যতা স্বীকার করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।

অন্যদিকে উপজেলার খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গণি মোল্লা জানান, উপজেলা চেয়ারম্যান সরকারী গাড়ি ঢাকায় নিজস্ব কাজে ব্যবহার করেন, ভাঙন কবলিত এ উপজেলায় জরুরী মুহুর্তে তাকে পাওয়া যায়না, তিনি মাসের অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন। রোজার ঈদের আগে গ্রাম পুলিশদের বেতন-ভাতার বিলে সাক্ষর না করাসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত তিনি। এছাড়া তিনি এডিপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ না করেই ইচ্ছে মত বিল উত্তোলন করেন। এ বিষয়টি তদন্ত করতে উর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে।

চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, চেয়ারম্যানরা তাদের এডিপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলনে আমাকে চাপ সৃষ্টি করে, তাদের কাজ দেখে বিলে সই দেয়া হবে জানালে তারা জোট বদ্ধ হয়ে আমার বিরুদ্ধে উদ্যেশ্য প্রণোদিত ভাবে এ অপকর্মে লিপ্ত হয়েছে। সুষ্ঠ তদন্ত হলে আসল রহস্য বেড়িয়ে আসবে।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...