শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে পৌর মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল ও তার নানী রোকেয়া বেগম (৯০) এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন্ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাদের প্রথম ও বাদ যোহর তার বাসভবন মাদলা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মাদলা-কাকিলামারি কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে। নিহত সাংবাদিক শিমুল ও তার নানীর নামাজে জানাযায় অংশগ্রহনের জন্য সকাল থেকেই শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার জনতার ঢল নামে। নিহতের লাশ জানাযার জন্য হাইস্কুল মাঠে আসার পর শাহজাদপুর ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে শেষ সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণের সময় সহকর্মী সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষ এ সময় কান্নায় ভেঙ্গে পড়লে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত সাংবাদিক ও তার নানীর জানাযা নামাজে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু , সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি প্রমূখ। এদিকে, মেয়রকে গ্রেফতারের দাবিতে আজ শনিবার সাংবাদিক ঐক্য পরিষদের আহবানে ও ছাত্রলীগের ডাকা অর্ধদিবস হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। প্রথম নামাজে জানাযা শেষে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌরমেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শাহজাদপুর সাংবাদিক ঐক্য পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিরাজগঞ্জ জেলাসদর, বিভিন্ন উপজেলাসহ শাহজাদপুরের সংবাদকর্মীরা অংশগ্রহন করেন। নিহতের নামাজে জানাযার পূর্বে হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদসভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, ‘একজন নির্ভীক সংবাদকর্মীকে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার সময় এএসপি আবুল হাসনাত (শাহজাদপুর সার্কেল) পৌর মেয়র হালিমুল হক মিরুকে গুলি করতে নিষেধ করলেও তা অগ্রাহ্য করে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’ এ সময় আওয়ামী লীগ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খুনি মেয়র পুলিশ প্রহরায় থাকা সত্বেও বাড়ি থেকে কিভাবে পালালো? তার জবাব প্রশাসনকে দিতে হবে। সাংবদিক সমাবেশে সাংবাদিক নেতারা খুনি মেয়র ও তার সহযোগীদের গ্রেফতারে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আত্মগোপনে থাকা পৌর মেয়রসহ তার সহযোগীরা গ্রেফতার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। নিহত সাংবাদিক শিমুলের বর্বরোচিত হত্যার ঘটনায় শাহজাদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন হিরু ও যুগ্ন সম্পাদক আরিফুজ্জামান আরিফ এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে আহূত অর্ধদিবস হরতালে শাহজাদপুরের বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ একাত্বতা প্রকাশ করে স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। ৪৩ জনকে আসামী করে মামলা : দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের ঘটনায় শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে তার দুই ভাই হাসিবুল হক মিন্টু, হাসিনুল হক পিন্টু, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য কেএম নাছির উদ্দিনসহ নামীয় ১৮ জন ও অজ্ঞাতনামা ২৫ জনসহ মোট ৪৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী নুরুন নাহার (৩৮)। ইতিমধ্যেই পুলিশ পৌর মেয়রের দুই ভাই মিন্টু, পিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা কেএম নাছির উদ্দিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে। নিহত সাংবাদিকের চোখ দিয়ে গুলি ঢুকেছিল বলে জানান ময়নাতদন্তকারী : শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শর্টগানের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চোখ দিয়ে গুলি ঢুকেছিল বলে জানিয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের তিন সদস্যের ময়নাতদন্ত টিম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে পৌরমেয়র হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বিকেলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্থানান্তর করা হয়। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়। এ খবর শুনে গত শুক্রবার সন্ধ্যায় নিহতের নানীও শোকে মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত সংবাদ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

অর্থ-বাণিজ্য

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

নিজস্ব প্রতিনিধি : মিল্কভিটা কর্তৃপক্ষ খামারী পর্যায়ে দুধের দাম কমিয়ে এবং কোঠা পদ্ধতি চালু করে দুধ সংগ্রহ করছে। খামারী...