শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। তিনি পুরো জাতির গর্ব। কামাল লোহানীর স্মরণে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জে এক নাগরিক শোকসভায় বক্তারা এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল আহমেদ। সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিমল কুমার, শফিকুল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাবেক সভাপতি আসাদ উদ্দিন, সাংস্কৃতিককর্মী নব কুমারসহ জেলার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এ সময় দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে জেলার সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত বক্তারা বলেন, কামাল লোহানী সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। এই তো গত মার্চ মাসের ৬,৭ ও ৮ তারিখে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তিনি। তাঁর উপস্থিতিতে সম্মেলন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। আজ হঠাৎ বৈশ্বিক মহামারি তাঁর প্রাণ কেড়ে নেবে, এমনটি মেনে নেওয়া যায় না। এটি সবার জন্য চরম বেদনার। বক্তারা বলেন, ‘সিরাজগঞ্জের সূর্যসন্তান কামাল লোহানী শুধু আমাদের গর্ব নয়, পুরো জাতির গর্ব। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে চরম শূন্যতা সৃষ্টি করল। তাঁর মৃত্যু আমাদের পথ প্রদর্শক শূন্য করেছে। দেশের জন্য এমন মহামানবের জন্ম বারবার হয় না।’ ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। তাঁর পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রাজনীতি, সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চায় নিবেদিত হন তিনি। কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২০ জুন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ওই দিন রাত ১০টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়িতে সনতলা কবরস্থানে মা–বাবার কবরের পাশে ১৪ বছর আগে প্রয়াত স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই তাঁকে দাফন করা হয়। সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আইন-আদালত

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...