বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, 'তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত নিশ্চিত করতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে হবে। একইভাবে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনেরও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।' শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভা ও ইফতার মাহফিলের প্রধান বক্তা ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি আরও বলেন, 'কোন সন্ত্রাস চাঁদাবাজ যেনো দলে ঢুকতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। এছাড় সিরাজগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ও বাল্যবিবাহ মুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ জেলার সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতা আর প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলাকে সম্পূর্ণ অপরাধ মুক্ত জেলা হিসেবে অচিরেই ঘোষণা করা হবে। এই জেলার যতোগুলো উপজেলা রয়েছে কোথায়ও যেনো মাদকের চিহৃ না পাওয়া যায়। দেশের মানুষ যেনো বুঝতে পারে এ জেলা মাদকমুক্ত একটি জেলা। এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।' উক্ত যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি বলেন,' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ স্থাপন ও চালু করাসহ বহুমূখী উন্নয়ন করায় শাহজাদপুরকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। এখানে আর বিন্দুমাত্র বিএনপি'র লেশ নেই। নেতৃত্ব শূণ্য হয়ে গেছে শাহজাদপুরের বিএনপি। উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে।' এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল, আলহাজ্ব ইসহাক আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আ.লীগের অন্যতম সদস্য, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সন্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারসহ দলীয় নেতৃবৃন্দ। এ যৌথ বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা। সভা শেষে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

জেলার বেলকুচি উপজেলায় কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রতাঁতী ও তাঁত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্...

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

রাজনীতি

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে কেন্দ্রীয় আও...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

বাংলাদেশ

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

৪০৫ কেজি ওজনের কোরআন শরিফটি লিখতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন

২৫ বছরে সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

বাংলাদেশ

২৫ বছরে সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

রোববার (১২ জুন) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাঁধন, রজতজয়ন্তী উদযাপন কম...