বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, 'তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত নিশ্চিত করতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে হবে। একইভাবে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনেরও সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।' শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভা ও ইফতার মাহফিলের প্রধান বক্তা ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি আরও বলেন, 'কোন সন্ত্রাস চাঁদাবাজ যেনো দলে ঢুকতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। এছাড় সিরাজগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ও বাল্যবিবাহ মুক্ত করতে দলীয় নেতাকর্মীসহ জেলার সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগীতা আর প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলাকে সম্পূর্ণ অপরাধ মুক্ত জেলা হিসেবে অচিরেই ঘোষণা করা হবে। এই জেলার যতোগুলো উপজেলা রয়েছে কোথায়ও যেনো মাদকের চিহৃ না পাওয়া যায়। দেশের মানুষ যেনো বুঝতে পারে এ জেলা মাদকমুক্ত একটি জেলা। এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।' উক্ত যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি বলেন,' প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ স্থাপন ও চালু করাসহ বহুমূখী উন্নয়ন করায় শাহজাদপুরকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। এখানে আর বিন্দুমাত্র বিএনপি'র লেশ নেই। নেতৃত্ব শূণ্য হয়ে গেছে শাহজাদপুরের বিএনপি। উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে।' এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল, আলহাজ্ব ইসহাক আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আ.লীগের অন্যতম সদস্য, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সন্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারসহ দলীয় নেতৃবৃন্দ। এ যৌথ বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা। সভা শেষে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

উপ-সম্পাদকীয়

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার বিকেলে ঢাকার কাফরুল থানা এলাকার পার্ক (চাইনিজ) হোটেলে মহানগর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময়...

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

দিনের বিশেষ নিউজ

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদ-উল-আযহা’র পরবর্তীতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ও শাহজাদপুর-ঢাকা মহাসড়কে বাস ভাড়া আরেক দফা বেড়েছ...

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

অপরাধ

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

শাহজাদপুর প্রতিনিধি : এবার ঘুষের ৫ হাজার টাকা না দেয়ায় খোঁদ শাহজাদপুর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ কর...