বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শাহজাদপুর প্রতিনিধিঃ বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের তাড়াশ উপজেলার খালখোলা নামক স্থানে ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত একটি তেল পাম্প উদ্বোধনকে কেন্দ্র করে ওই তেল পাম্প ভাংচুর, শ্রমিক কর্মচারিদের মারপিট ও লাঞ্ছিতের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আহূত অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। ধর্মঘট চলাকালে আজ শনিবার ভোর ৬ টা থেকে ১২ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকায় অসংখ্য ট্যাংকলরী দিয়ে মহাসড়ক ব্যারিগেট দেওয়ায় অচল হয়ে পড়ে উত্তরাঞ্চল। মহাসড়কের দু’পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। ফলে যাত্রীদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় প্রশাসন দীর্ঘ সময় উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসে ১২ টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করলেও উত্তরাঞ্চলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সকল জ্বালানি তেলের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল ও বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে সার পরিবহন বন্ধ রেখেছে। এমনিতেই নৌ-যান শ্রমিক ধর্মঘটে বাঘাবাড়ী নৌ-বন্দরে কার্যত অচলাবস্থা বিরাজ করছিল। নতুন করে এ ধর্মঘট বাঘাবাড়ী নৌ-বন্দরে বিরাজিত অচলবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

জানা গেছে, গত শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালখোলা নামক স্থানে ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত একটি তেল পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমের নেতৃত্বে একদল সস্ত্রাসী ওই পাম্পে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় পাম্পের শ্রমিক-কর্মচারিরা তাদের বাধা দিতে এলে তাদেরও বেধড়ক মারপিট ও লাঞ্ছিত করা হয়। পন্ড করে দেওয়া হয় ওই পাম্পের উদ্বোধনী অনুষ্ঠান। চাঁদা দাবির এ ঘটনার সাথে স্থানীয় এমপি আমজাদ হোসেন মিলনের সম্পৃক্তরা রয়েছে বলে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করেন।

এদিকে, এ ঘটনা প্রেক্ষিতে গত শুক্রবার রাতেই উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়-বাঘাবাড়ীতে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে অনির্দিষ্টকালের ধর্মঘট ও মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত গৃহিত হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক গতকাল শনিবার ভোর ৬ টা থেকে ১২টা পর্যন্ত টানা ৬ ঘন্টা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত ও থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ঘটনাস্থলে ছুঁটে যান। পরে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দের সাথে স্থানীয় প্রশাসনের সমঝোতা বৈঠকের প্রেক্ষিতে সাময়িকভাবে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও ন্যাক্কারজনক ওই চাঁদা দাবি ও পাম্প ভাংচুরের প্রতিকার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। অপরদিকে, উত্তরবঙ্গ ট্যাংকরী শ্রমিক ইউনিয়নের আহূত হরতালে বাঘাবাড়ীসহ উত্তরাঞ্চলের সকল জ্বালানি তেলের ডিপো থেকে জ্বালানি তেল ও সব ধরনের রাসায়নিক সার উত্তোলন-পরিবহন বন্ধ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...