মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
স্থানীয় সংবাদাতা : সাপ্তাহিক জনতার মশাল’র বার্তা সম্পাদক, দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও মানবাধিকার কর্মী আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের ঘটনায় শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে তার দুই ভাই হাসিবুল হক মিন্টু, হাসিনুল হক পিন্টু, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য কেএম নাছির উদ্দিনসহ নামীয় ১৮ জন ও অজ্ঞাতনামা ২৫ জনসহ মোট ৪৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুরুন নাহার (৩৮)। মামলায় ১। হলিমুল হক মিরু ( শাহজাদপুর পৌরসভার মেয়র ) ও তার ভাইসহ আরও নামীয় ৩। মানিক (৩৫), পিতা : ডা: নজরুল, সাং-নলুয়া, ৪। কেএম নাছির উদ্দিন, পিতা : মৃত লাফা মিয়া, সাং- ছয়আনীপাড়া, ৫। মো: পিযুশ, পিতা: মৃত আ: মান্নান, সাং-পারকোলা, ৬। মো: সাইফুল (৪৩), পিতা : মৃত খবির উদ্দিন, সাং- খাকদিয়ার (শিকরামপুর), ৭। আপন (৪২), পিতা : অজ্ঞাত, সাং-ডোলভিটা, ৮। দুলাল (৪২), পিতা : হাজী ইসমাইল, ৯। কালু (২৫), পিতা : অজ্ঞাত, ১০। কামাল (৩০), পিতা: আনোয়ার, ১১। ইয়াছিন (৩৩), পিতা : গোলজার, সাং-বাড়াবিল, ১২। রিপন (২৮), পিতা : আফসার, সাং- নলুয়া, ১৩। আবু হানিফ (৪৩), পিতা : অজ্ঞাত, সাং-চুনিয়াখালী পাড়া, ১৪। আয়াত আলী (৪৪),পিতা : শুকুর আলী, ১৫। সাহেব আলী (৪২), পিতা : অজ্ঞাত, সাং- নলুয়া, ১৬। সিথি কন্ঠ ঘোষ (শিমুল) (৪৮), পিতা: অজ্ঞাত, সাং- নানার বাড়ি পোতাজিয়া, ১৭। আব্দুর রাজ্জাক (৪৭), পিতা: অজ্ঞাত, সাং-নলুয়া, প্যানেল মেয়র,শাহজাদপুর পৌরসভা, ১৮। সাহান (৩৮), পিতা: আজাদ, সাং- দরগাহপাড়া, সর্বথানা : ,শাহজাদপুর, জেলা : সিরাজগঞ্জ ও অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে আপনার থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, নামিক ১ নং আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র এবং অন্যান্য আসামীগন ১নং আসামীর ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, দলীয় লোক এবং আসামীগন দুর্দান্ত প্রকৃতির দাঙ্গাবাজ, লাঠিয়াল, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক বিক্রেতা, লুটেরা, সন্ত্রাসী ও খুনি শ্রেণির ব্যক্তি বটে। তাহাদের অসাধ্য কোন কাজ নাই। আমার স্বামী আব্দুল হাকিম (শিমুল) জাতীয় দৈনিক সমকাল পত্রিকার একজন সাংবাদিক এবং সে দীর্ঘদিন যাবৎ উক্ত পত্রিকায় সাংবাদিকতা করিয়া আসিতেছে। নামীক কতক আসামী গত ইং ০২/০২/১৭, বাংলা ১৪২৩/ ২০ শে মাঘ, রোজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা ও পৌরসভাধীন কান্দাপাড়া সাকিনের আব্দুল কুদ্দুসের পুত্র মো: বিজয় মাহমুদ (মামুন) কে দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় শাহজাদপুর সাবরেজিষ্ট্রি অফিসের সামনে হইতে নামিক কতক আসামী তুলিয়া লইয়া ১ ও ২ নং আসামীর বর্তমান সাকিনের বাড়িতে লইয়া গিয়া হত্যার উদ্দেশ্যে তাহাকে ভীষণভাবে মারপিট করিয়া গুরুতর জখম করিলে কান্দাপাড়াসহ আশেপাশের গ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ এলাকার লোকজন উক্ত ইং ০২/০২/১৭, বাংলা ১৪২৩/ ২০ শে মাঘ, রোজ বৃহস্পতিবার বিকাল অনুমান ৩:৩০ ঘটিকার সময় শাহজাদপুর পৌর এলাকায় প্রতিবাদ মিছিল বাহির করিয়া ১ ও ২ নং আসামীর বর্তমান সাকিনের বাড়ির পূর্বপাশে পৌছিলে নামিক আসামীগনসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জন আসামী পারষ্পারিক যোগসাজশে পূর্ব পরিকল্পনা মোতাবেক বোমা, ককটেল, রামদা, হাসুয়া, ছুরি, পিস্তল, শটগান ইত্যাদি মারাত্বক অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবন্ধে প্রতিবাদ মিছিলকারীদের হত্যার উদ্দেশ্যে ১ ও ২ নং আসামীর বর্তমান সাকিনের বাড়ি হইতে বাহির হইয়া মিছিল লক্ষ্য করিয়া একের পর এক ককটেল ও হাতবোমা এবং গুলিবর্ষন করিতে থাকে। এমত অবস্থায় আমার স্বামী মো : আব্দুল হাকিম (শিমুল) আসামীদের উক্ত ককটেল ও বোমা নিক্ষেপ এবং গুলিবর্ষনের ছবি তুলিতে থাকিলে, ১নং আসামী হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা শটগান দিয়া আমার স্বামীকে লক্ষ্য করিয়া গুলি করিলে উক্ত গুলি আমার স্বামীর ডান চোখের মধ্যে ঢুকিয়া মাথার মগজে গিয়া আটকে থাকে এবং আমার স্বামীর উক্ত চোখ দিয়া প্রচুর রক্তক্ষরণ হয়। আমার স্বামী মাটিতে লুটাইয়া পড়িলে ৭-১০ নং আসামী তাহাকে এলোপাথাড়িভাবে লাথি গুড়ি মারিয়া তাহাকে মৃত্যু মনে করিয়া চলিয়া যায়। ৪ নং আসামী হত্যার উদ্দেশ্যে হাতবোমা ছুড়িয়া মারিলে কান্দাপাড়া সাকিনের সোহেল, পিতা : কুদ্দুসের ডান হাতে লাগিয়া গুরুতর জখম হয়। ৫ নং আসামী হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ককটেল ছুড়িয়া মারিয়ে কান্দাপাড়া সাকিনের রিপন, পিতা: বাচ্চু এর বাম পায়ের থোড়াতে লাগিয়া গুরুতর জখম হয়। ৬ নং আসামী হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা বোমা ছুড়িয়া মারিলে কান্দাপাড়া সাকিনের রবিউল,পিতা: মোতালেবের পিঠে লাগিয়া গুরুতর জখম হয়। ঘটনার স্বাক্ষী : ১। মাসুদ, পিতা : ক্দ্দুুস, ২। সাহান, পিতা : মৃত আবুল হোসেন, ৩। জীবন, পিতা : সালাম, সাং- কান্দাপাড়া, ৪। মো: জহুরুল ইসলাম, পিতা : আজিজুল হক, সাং- ভাইমারা, ৫। মো : রফিকুল ইসলাম আজাদ, পিতা : আব্দুল লতিফ মন্ডল, ৬। মো: নজরুল ইসলাম, পিতা : গোলাম মন্ডল, ৭। আব্দুল হামিদ, পিতা : আবুল কাশেম, সাং- মাদলা, থানা: শাহজাদপুর, জেলা : সিরাজগঞ্জসহ আরও বহু লোকজন ঘটনা দেখিয়া আমার স্বামীকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য তাহাকে দ্রুত পোতাজিয়া হাসপাতালে লইয়া গেলে আমার স্বামীকে হাসপাতালের ডাক্তার প্রাথমিক চিকিৎসা করিয়া তাহাকে জরুরী ভিত্তিতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে আমার স্বামীকে দ্রুত এম্বুলেন্সযোগে উক্ত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করি এবং আমার স্বামী সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশংকাজনক হইলে উক্ত হাসপাতালের ডাক্তার আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালে রেফার্ড করিলে অদ্য ইং-০৩/০২/১৭, বাংলা ১৪২৩, ২১ শে মাঘ রোজ শুক্রবার আমার স্বামীকে উক্ত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হইতে এম্বুলেন্স যোগে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালে যাওয়ার পথে দুপুরে অনুমান ১ ঘটিকার সময় সিরাজগঞ্জ নলকা ব্রিজের পূর্বপার্শ্বে পৌছাইলে আমার স্বামী মারা যায়। ততপর আমার স্বামীকে সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত মেমোরিয়াল ক্লিনিকে লইয়া আসিয়া ডাক্তার দ্বারা পরীক্ষা করাইলে আমার স্বামী মারা গেলে বলিয়া উক্ত ক্লিনিকের ডাক্তার নিশ্চিত করে। ততপর আমার স্বামীর লাশ আপনার থানায় লইয়া আসি এবং আপনার কর্তৃক আমার স্বামীর লাশের সুরতহাল করাইয়া ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হইয়াছে। আমার স্বামীর চিকিৎসাকাজে ব্যস্ত থাকায় এজাহার করিতে বিলম্ব হইলো। বিধায় প্রার্থনা হুজুর দয়া করিয়া আমার লিখিত অভিযোগকে আপনার থানায় প্রাথমিক তথ্য বিবরণী হিসাবে গ্রহন করত আসামীদের দ্রুত গ্রেফতার করিয়া আইনগত ব্যবস্থাগ্রহণ করিতে আপনার মর্জি হয়। এ অভিযোগটি পেয়ে থানার অফিসার ইনচার্জ মামলাটি আমলে নেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রধান আসামী মেয়র মিরুসহ ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আগামীকাল সোমবার বিজ্ঞ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি(তদন্ত) মনিরুল ইসলাম আসামীদের যে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন সে বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে। এ জন্য এলাকায় ব্যাপক পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...