শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি-জামায়াত জোট সরকারের ২য় মেয়াদী ১০ বছরের শাষণামলে বার বার নির্যাতিত আ.লীগ নেতা, শাহজাদপুর উপজেলা আ.লীগের চরম দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আশ্রয়স্থল, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও স্পেশাল পাবলিক প্রসিকিউটির (নারী ও শিশু), শাহজাদপুরের বহুমূখী উন্নয়নের রূপকার, শ্রেষ্ঠ সমবায়ী, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ ( শাহজাদপুর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের সাম্ভাব্য পদপ্রার্থী, নন্দিত জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করে দলীয় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরেই ক্লীন ইমেজের ওই নেতা শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে সভা সমাবেশ, মতবিনিময় করে চলেছেন ও সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিকট সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন ও তাদের দোয়া -ভালোবাসা, সহযোগিতা প্রত্যাশা করছেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিঃখাদ ভাবে ধারণ-লালনকারী মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), সিরাজগঞ্জ জেলা আ’লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক, শ্রেষ্ঠ সমবায়ী, দুগালী আদর্শ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি, শাহজাদপুরের জননন্দিত নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু একজন সাদা মনের মানুষ। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত শাহজাদপুরের মাটি ও মানুষের প্রিয় এই নেতা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে গুরুদায়িত্ব পালনের সাথে যখনই একটু অবসর সময় পান তিনি, সেই সময়টুকুও বসে না থেকে জনমানুষের কল্যাণের ভাবনায় নিমগ্ন থাকেন জনদরদী এই নেতা। পাশাপাশি, এলাকার শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি, প্রান্তিক পর্যায়ে নৌকার ভোটব্যাংক বৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ঘরে ঘরে পথে প্রান্তরে জনসন্মুখে তুলে ধরার কাজে নিজেকে ব্যাস্ত রাখতে পছন্দ করেন তিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের শাষণামল থেকে আজ অবধি যেমন বিনা পয়সায় শতশত নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা থেকে তিনি রক্ষা করেছেন, আইনী সহয়তা প্রদান করেছেন; ঠিক তেমনি এলাকার প্রায় ৫’শতাধিক বেকার যুবকদের বিনা পয়সায় সরকারি চাকরি প্রদান করে সততা ও মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন ও এলাকার বহুমুখী উন্নয়নের আত্মনিবেদিত এক প্রাণ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে এলাকাবাসীর অন্তরে ঠাঁই করে নিয়েছেন। প্রায় আড়াই যুগ ধরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকালী এই নন্দিত নেতা সততা ও দায়িত্বশীলতার সাথে কোনরূপ বেতন ভাতা না নিয়েও বিনা পয়সায়, বিনা স্বার্থে মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে চলেছেন। বন্যা, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার দুস্থ্য, অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয় ভাগ্যবিড়ম্বিত অসহায়দের পাশে সাধ্যমতো সহযোগীতার হাত সর্বদা বাড়িয়ে দিয়ে মহতী এক প্রাণের বিরল নজিরও তিনি স্থাপন করেছেন। আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী নন্দিত নেতা এ্যাড. এসএ হামিদ লাবলু এলাকার উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন ও আসন্ন উপাজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের হাল ধরতে চান ও দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করতে চান। তথ্যানুসন্ধানে জানা গেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন আর বিএনপি জামায়াত জোট সরকারের ২ মেয়াদী শাষণামলে একের ওপর এক খড়গ নেমে এসেছে জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তার পরিবারের সদস্যদের ওপর। ইতিপূর্বে আ.লীগ দল করার কারণে শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লাস্থ তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও বোমা মেরে পুরো পরিবারের সদস্যদের হত্যা করারও অপচেষ্টাও করা হয়েছে। তার পরেও তিনি মুজিবীয় আদর্শ থেকে বিন্দু বিসর্গও সরে দাঁড়াননি। সর্বশেষ, মিল্কভিটা'র বাঘাবাড়ী কারখানায় আরেক দফা তাকে হত্যার অপচেষ্টা করা হয়। এ্যাড. এসএ হামিদ লাবলু স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি জামায়াতের ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ এ ২ মেয়াদের দীর্ঘ শাষণামলে ক্ষমতাসীন দল কর্তৃক শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্যাগী প্রতিবাদী নেতাকর্মীদের ওপর স্থানীয় বিএনপি পার্টি অফিস ভাংচুর, টিন বক্কারের দোকান ভাংচুর, মিছিলে হামলা, চাঁদাবাজী, হত্যা মামলাসহ ডজন, ডজন এমনকি একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে ৫০/৫৫ টি পর্যন্তও মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামী করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করার নানা অপচেষ্টা, অপকৌশল করা হলেও তিনি তা সফল হতে দেননি। জননেতা এ্যাড. এস এ হামিদ লাবলু দলীয় নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে সকল মামলা থেকে নিস্তারে অপরিসীম ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, দলীয় নেতাকর্মীর মামলায় হাজিরা দেয়া সংক্রান্ত ব্যায়ও নিজের কষ্টার্জিত অর্থ থেকে খরচ করে বছরের পর বছর দলীয় নেতাকর্মীদের নানা ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন এবং অধ্যবধিও করে চলেছেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের অসংখ্য ত্যাগী নেতাকর্মীদের মুখে এসব তথ্য উঠে এসেছে। শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখসহ বেশ কয়েকজন ত্যাগী নির্যাতিত নেতাকর্মী জানান, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিএনপি জামায়াত হটাও আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার দায়ে শাহজাদপুরের প্রায় ৫’শ আওয়ামী লীগ নেতাকর্মীকে নানা ষড়যন্ত্রমূলক মামলার আসামী করা হয়। বিনা পয়সায় সেইসব মামলার দলীয় আসামী পক্ষের দায়িত্বভার গ্রহণ করে দলীয় নেতাকর্মীদের রক্ষা করেছেন নন্দিত নেতা এ্যাড. এসএ হামিদ লাবলু। দিলরুবার রেজা, শামীম, রিপন, সাইদুল, আশরাফুল, শাহীনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলাসহ রাজনৈতিকভাবে প্রায় ৫০/৫২ টি মামলায় আসামী করা হলেও নন্দিত নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু তাদের পাশে দাঁড়িয়ে ওইসব মামলা থেকে নির্দোষ প্রমাণ করে তাদের মুক্ত করে তাদের অন্তরে স্থান করে নিয়েছেন।’ পারিবারিকভাবেই জননেতা এ্যাড. এসএ হামিদ লাবলু ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গর্বিত সন্তান। শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান সাবেক পুলিশ সুপার প্রয়াত ফজলুল হকের তৃতীয় সন্তান, ক্লিন ইমেজের অধিকারী, উন্নয়নপ্রেমী স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু দলের জন্যে, এলাকাবাসীর জন্যে, এলাকার উন্নয়নের জন্যে নিরলসভাবে বছরের পর বছর নিঃস্বার্থভাবে কাজ চলেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করতে ঘরে ঘরে দ্বারে দ্বারে ছুঁটে চলেছেন ও সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার ভাই, দেশের আরেক গর্বিত সন্তান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (অবঃ) আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের সার্বিক তত্বাবধানে শাহজাদপুরে বহুমুখী উন্নয়নে তিনি ব্যাপক অবদান রেখে চলেছেন। শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’ স্থাপনের দাবী আন্দোলন ও বাস্তবায়নের কমিটির শীর্ষ নেতাও তিনি। এছাড়া, শাহজাদপুরের খেটে খাওয়া মেহনতী মানুষকে খুব সহজেই আইনী সেবা প্রদানের জন্যে শাহজাদপুর চৌকি আদালত ও জেলা যুগ্ম-দায়রা জজ আদালত স্থাপন, এলাকাবাসী দ্রুত যাতে স্বাস্থ্যসেবা পান সেজন্য ১০ সয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, শাহজাদপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর ও ১২টি বিষয়ে অনার্স কোর্স চালু, ঐতিহ্যবাহী শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, যমুনার দুর্গম পল্লী দুগালী গ্রামের দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর, কারিগরী শিক্ষাব্যবস্থা চালু, বহুতল ভবন নির্মাণ, পোরজনা ও গালাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাব-মার্সিবল সড়ক নির্মাণ, শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির কার্যালয় আধুনিকায়ন ও লাইব্রেরি স্থাপন, জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মখদুমিয়া জামে মসজিদ ও মাজার সংস্কার, শাহজাদপুর পৌরসদরসহ ১৩ ইউনিয়নের ৫’শতাধিক যুবকের কর্মসংস্থানে বিনা পয়সায় সরকারি চাকরি প্রদান করে তিনি এলাকাবাসীর আস্থাভাজন নেতার আসনে আসীন হয়েছেন। বিশেষ করে মাদক, বাল্যবিয়ে, যৌতুকসহ সমাজে বিরাজিত নানা কুসংস্কার ও অপসংস্কার দূরীভূত করতে সামাজিক গণসচেতনতা সৃষ্টিতেও দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতাকর্মী ও যুবসমাজকে সাথে নিয়ে নিরলসভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করে চলেছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র পূর্বপরুষ সুদূর ইয়ামেন শহর থেকে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন। বংশপরম্পরায় তার দাদা মাওলানা জহির উদ্দিন পোরজনার বাসুরিয়ায় ও পিতা সাবেক এসপি ফজলুল হক শাহজাদপুর উপজেলার যমুনা অধ্যুষিত গালা ইউনিয়নের দুগালী গ্রামে বসতি স্থাপন করেন। ১১ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সফলভাবে দেশের সেবায় নিযুক্ত করানোর কাজটি সঠিকভাবে পালন করায় এলাকাবাসী তার মরহুম পিতা শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, সাবেক পুলিশ সুপার, প্রয়াত ফজলুল হককে দেশের গর্বিত পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর বড় ভাই শেখ শামসুল হক সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, দ্বিতীয় ভাই আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের অবঃ সচিব, চতুর্থ ভাই শেখ ওয়ালিউল হক একজন ব্যাংক কর্মকর্তা, পঞ্চম ভাই শেখ বজলুল হক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, ষষ্ঠ ভাই শেখ দিয়ানাতুল হক দিনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রিগ্রেট অফিসার, সপ্তম ভাই শেখ তারিকুল হক স্টার্লিং বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বপালন করছেন। ভাতিজা শেখ মোঃ ফারুক-উল-হক পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া, এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর সহধর্মীনি শিক্ষকতা পেশায় ও বড় ছেলে শেখ আবু সাদাত শেখ মোঃ ফজলুল হক জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহকারী পরিচালক হিসেবে দেশ ও জাতির খেদমত করে চলেছেন। আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র সাথে আলাপকালে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবা সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সারাজীবন মানুষের খেদমত করে গেছেন। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানসহ তাদের সুখে, দুঃখে পাশে থাকার চেস্টা করেছি। দল করতে নিয়ে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার মৃত্যু মুখেও পতিত হয়েছি। আল্লাহপাক রক্ষা করেছেন। আমাদের পরিবারের সবাই প্রতিষ্ঠিত। তাই আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। যতদিন বেঁচে আছি, ততদিন এভাবেই যেন আওয়ামী লীগের, দলীয় নেতাকর্মীদের ও এলাকাবাসীর উন্নয়ন-কল্যাণে কাজ করতে পারি; এলাকাবাসী যে ভালোবাসা ও সম্মানে আমাকে সিক্ত করেছেন, সেই ভালোবাসা, সম্মান যেনো আমৃত্যু রক্ষা করতে পারি-এটাই চাওয়া, পাওয়ার আর কিছু নেই। আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলেনর সাম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা সর্বদা কামনা করি।’

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার  অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপরাধ

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দ...