বুধবার, ২২ মে ২০২৪
06 মহনবী (সা.) এবং হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশে ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন মুরতাদ লতিফ সিদ্দিকী। আন্তর্জাতিক নিউজ চ্যানেল আলজাজিরার অনলাইন ভার্সনে লতিফ সিদ্দিকীকে অপসারণ করার সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। এর ফলে আরব বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে। এতে বলা হয়, লতিফ সিদ্দিকী হজ এবং মহানবী (স:) কে নিয়ে ‘সমালোচনা’ করলে ইসলামী দলগুলো বিক্ষোভে ফেটে পড়ে। তারা মুরতাদ আখ্যা দিয়ে তার অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলে ওই জ্যেষ্ঠ মন্ত্রীকে সরিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউ ইয়র্ক সফরে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’ তিনি বলেন, ‘এই হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই, শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’ এমন মন্তব্যের পর টেলিযোগাযোগমন্ত্রীকে ‘মুরতাদ’ ঘোষণা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি তার বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ইসলামপন্থীদের দাবি মেনে নিয়ে তাকে সরিয়ে দেয়া হচ্ছে কিনা এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত অরাজনৈতিক তাবলিগ জামাত নিয়েও ‘বিরূপ’ মন্তব্য করে মুরতাদ লতিফ। তবে এ বিষয়ে তাবলিগ জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক আরব নিউজ তাদের অনলাইন ভার্সনে হজ নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্য ও প্রতিক্রিয়ার সংবাদ প্রকাশ করে।

সম্পর্কিত সংবাদ

দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নার্সিং পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ

স্বাস্থ্য

দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন নার্সিং পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ

একবার ভেবে দেখুন রাতে কেউ তার অসহায়ত্বের কথা তুলে ধরে তার বর্তমান চাকুরীস্থল থেকে নিজ এলাকায় বদলীর জন্য কারও সহায়তা কামন...

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

বেওয়ারিশ অসুস্থ পা ভাঙ্গা ঘোড়া উদ্ধার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেওয়ারিশ অসুস্থ পা ভাঙ্গা ঘোড়া উদ্ধার

অসুস্থ ঘোড়া নিয়ে টুক্কু মোক্তার "আমাদের সিরাজগঞ্জ" ফেসবুক গ্রুপে লাইভ পোস্ট করেন। বিষয়টি নজরে পড়ে দি বার্ড সেফটি হাউ...