শুক্রবার, ০২ মে ২০২৫

বিএনপি নেতার দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় ৩৫ দিন কারাবন্দী ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, তারুণ্যদীপ্ত জনপ্রিয় নেতা রাজীব শেখ। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা রাজীব শেখ কারাবন্দী হবার পর থেকেই তার মুক্তির দাবীতে সোচ্চার হয়ে ওঠে দলীয় নেতাকর্মীসহ এলাকার হাজারো সাধারন মানুষজন। প্রিয় নেতা রাজীব শেখের নিঃশর্ত মুক্তির দাবীতে তার অনুসারীগণ, দলীয় নেতাকর্মী ও ভালোবাসার মানুষজন রাজপথে নেমে লাগাতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে । রাজীব শেখের কারাবন্দী ৩৫ দিনেই শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকানে দোকানে, অলিগলিতে ও হাটে বাজারে তার মুক্তি কামনায় আলোচনা সমালোচনার তুমুল ঝড় ওঠে।

রাজীব শেখের নিঃশর্ত মুক্তির দাবীতে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড, শক্তিপুর, রূপপুর, পাড়কোলা, নরিনা ইউনিয়নের নরিনা বাজার, রূপবাটি ইউনিয়নের বাড়াবাড়ি দক্ষিণপাড়, কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজার, পোতাজিয়া ইউনিয়নের রাউতারা, গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাসস্ট্যান্ডে ও বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে হাজার হাজার জনতা রাস্তায় নেমে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে।  সেইসাথে তারা লাগাতার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ ষড়যন্ত্রমূলক গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে প্রিয় নেতা ভালোবাসার মানুষ রাজীব শেখের জন্যে।

অবশেষে কারাবন্দীর ৩৫ দিন পর শাহজাদপুরবাসীর সেই প্রিয় নেতা, প্রিয় মুখ, ভালোবাসার পাত্র উপজেলা আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির খবরে দলীয় নেতাকর্মীসহ আবারো হাজারো সাধারন জনমানুষের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। কারামুক্ত প্রিয় নেতা রাজীব শেখকে সাদরে অভ্যর্থনা জানাতে আবারো হাজারো জনমানুষের ঢল নামে রাজপথে! শতশত মোটরসাইকেল নিয়ে তারা তাদের প্রিয় নেতাকে শাহজাদপুরে বরণ করে নেয় এক আনন্দঘন পরিবেশে! সেইসাথে তারা সংবর্ধিত করে তাদের প্রিয় নেতাকে।

 শাহজাদপুরের মাটিতে পা দিয়েই রাজীব শেখ হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজারে গিয়ে আল্লাহপাকের নিকট শুকরিয়া আদায় করেন ও মাজার জিয়ারত করেন। এরপর তিনি দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কারামুক্ত হবার পর হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ! সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজীব তার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোস্টও দেন; যা হুবহু তুলে ধরা হলো-

প্রিয় শাহজাদপুরবাসী,

আসসালামু ওয়ালাইকুম, আমি দীর্ঘ ৩৫ দিন ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাবরণ করি,আমি কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে,গ্রামেগন্জে আমার প্রিয় দল আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী ও জনসাধারণ আমার মুক্তি চেয়ে আন্দোলন সংগ্রাম করেছেন,আজ আমার প্রিয় শাহজাদপুরে আগমন উপলক্ষে বিভিন্নস্তরের মানুষ নিজের পকেটের টাকায় গাড়ির তেল তুলে শত শত হোন্ডা,মাইক্রোবাস,গাড়ি,নিয়ে আমাকে রিসিভ করতে এসেছিলেন,আমার মত ক্ষুদ্র একজন মানুষের জন্য আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি আজীবন আপনাদের কাছে চিরঋনী হয়ে থাকলাম,আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করছি,আপনেরা আমার জন্য দোয়া করবেন,,,জয় বাংলা জয় বঙ্গবন্ধু,,,

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর

ফটোগ্যালারী

অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর

মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...