

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার একাদশে আসছে একটি পরিবর্তন। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা বিরাজ করায় শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে।
স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। বল হাতে শরিফুল-সাকিবরা পারফর্ম করার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ম্যাচে জাদু দেখিয়েছিলেন নাইম শেখ ও সৌম্য সরকার। তাদের দৃঢ়তায় টাইগাররা ম্যাচ জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে অবশ্য মুদ্রার উলটো পিঠ দেখতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বল হাতে ছপ্নছাড়া হবার পাহাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। নানা পরীক্ষা নিরিক্ষার ওই মাচে অবশ্য অভিষিক্ত শামিম পাটোয়ারি ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছিলেন।
দুই ম্যাচ সেসে সিরিজ যখন ১-১ সমতা বিরাজ করছে তখন আজেকের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ফাইনাল। কেননা শেষ ম্যাচে যে দল জিতবে সিরিজের ট্রফি তাদের হাতেই উঠবে। শেষ ম্যাচে তাই জিম্বাবুয়েকে বধ করতে টাইগার একাদশে আসছে একটি পরিবর্তন।
প্রথম টি-২০ ম্যাচে বল হাতে ১ ওভার অরে স্পিনার শেখ মাহাদি হাসান খরচ করেছিলেন ১৮ রান। ফলে তার হাতে আর বল তুলে দেননি অধিনায়ক। দ্বিতীয় ম্যাচেও মাত্র ১ ওভার বল করা মাহাদি ছিলেন খরুচে। তাকে নিয়ে অবশ্য বড় পরীক্ষাটা চালানো হয়েছিল ব্যাটিং অর্ডারে। ওপেনিং জুটি বিচ্ছিন্ন হবার পর দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাট হাতে পাঠানো হয়েছিল তিন নম্বরে।
আস্থার প্রতিদান অবশ্য দিতে পারেননি তিনি। ১৯ বল মোকাবেলায় করেছিলেন মাত্র ১৫ রান। ফলে শেষ ম্যাচে তাকে একাদশ থেকে ছাটাই করা হচ্ছে। মাহাদি হাসানকে একাদশের বাইরে রেখে নতুন করে একাদশে যুক্ত হচ্ছেন আরেক স্পিনার নাসুম আহমেদ গত নিউজিল্যান্ড সিরিজে আশা জাগানিয়া পারফর্ম করা নাসুমের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের একাদশ
নাইম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুই দলের মধ্যকার শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (২৫ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে।
সম্পর্কিত সংবাদ

জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

জাতীয়
জাতীয় সম্প্রচার নীতিমালা না মানার ঘোষণা সাংবাদিকদের কপিতে আগুন দিলেন সাংবাদিক নেতারা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই... সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন... চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “ক্ষেতে-ক্ষেতে লাঙলের ধার, মুছে গেছে কতবার, কতবার ফসল কাটার সময় আসিয়া...
তৃতীয় প্রজন্মের ভাবনা
শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
অর্থ-বাণিজ্য
জলের জমিনে তরমুজের সমারোহ