শুক্রবার, ১৩ জুন ২০২৫
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিট ভূক্ত পলাতক ৪ আসামীর বাড়িতে পুলিশ আজ মঙ্গলবার অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে। আসামী পিযুষের পাড়কোলা গ্রামের বাড়িতে সর্বপ্রথম এ অভিযান চালানো হয়। এরপর পর্যায়ক্রমে সোহেল আকন্দর রামবাড়ি গ্রামের বাড়িতে, আবু হানিফের চুনিয়াখালিপাড়ার বাড়িতে ও সর্ব শেষ আপনের আন্ধারকোঠাপাড়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। রাত ৮ টার দিকে প্রথম দিনের মত এ অভিযান মুলতুবি করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এ অভিযানে নের্তৃত্ব দেন। বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় তাকে কাজে সহায়তা করেন, ইন্সপেক্টর(তদন্ত) রাকিবুল হুদা,এসআই তৈয়ব আলী, এসআই গোলজার,এসআই কমল, এএসআই সুলতান সহ অন্যান্য পুলিশ। ক্রোক করা মালামালের মধ্যে রয়েছে,সিলিং ফ্যান,আলনা,দেয়াল ঘড়ি,সোফা সেট, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, ওয়ার ড্রোপ, টেলিভিশন সহ নানা আসবাবপত্র। তবে অনেক আসামীর পরিবার এ অভিযানের খবর পেয়ে আগেভাগেই মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলেন বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পলাতক ২৪ আসামীর সকল প্রকার স্থাবর অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ দেন শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হক। এ আদেশের কপি মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের হাতে এসে পৌছালে বিকেল থেকেই পুলিশ তা কার্যকরে এ অভিযান শুরু করে। পর্যায়ক্রমে পলাতক ২৪ আসামীর বাড়িতে এ অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে আদালতের নির্দেশ কার্যকর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১৩ জুন মঙ্গলবার এ মামলার চার্জশিটের উপর শুনানী অনুষ্ঠিত হয়। এ সময় বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম আদালতে উপস্থিত থেকে এ চার্জশীটের উপর কোন আপত্তি না করায় আদালত তা গ্রহণ করে নথিভূক্ত করেন। সেই সাথে এ মামলার পলাতক ২৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আদালত গত ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন পলাতক সকল আসামীকে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেন। সে অনুযায়ী শাহজাদপুর থানা পুলিশ এ দিন পলাতক ২৪ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে না পারায় আদালত তাদের মালামাল ক্রোকের এ নির্দেশ দেন বলে শাহজাদপুর আমলী আদালতের জিআরও আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে এ মামলার চার্জশীট আদালতে গৃহিত হওয়ার পর গত ১৯ জুন সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী হালিমুল হক মিরুকে শাহজাদপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে এ বরখাস্ত করেন। সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট গত ২ মে শাহজাদপুর আমলী আদালতে দাখিল করে পুলিশ। চার্জশিটে মেয়র মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। এক মাস ১১ দিন পর ১৩ জুন মঙ্গলবার আদালতে এ চার্জশীটটি গৃহিত হল। এদিকে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, শিমুলের আতœীয়-স্বজন ও সহকর্মীরা বার বার এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানালেও তা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ায় তারা এ ব্যাপারে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান্তরের জোর দাবী জানিয়েছেন। গত ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষের  সময় মেয়র মীরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে ৩ ফেব্রুয়ারী নিহত হন। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমূল হক মীরু, তার ভাই মিন্টু, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন সহ ১৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিন মাস পর গত ২ মে এ মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামী করে শাহজাদপুর আমলী আদালতে একটি চার্জশিট দাখিল করেন। এ অভিযুক্তদের মধ্যে মেয়র মীরু ও নাছির সহ ১০ জন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে মিন্টু,দুলাল,জহির ও আলমগীর এ ৪ জন জামিনে রয়েছেন। বাকি ২৪ জন আসামী পলাতক রয়েছে। আদালত এ সব আসামীর মালামাল ক্রোকের এ নির্দেশ দেন।

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ : সংবাদ সম্মেলনে বিএনপি

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের

শাহজাদপুরে মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির নকল জর্দ্দা তৈরী প্রতিরোধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির নকল জর্দ্দা তৈরী প্রতিরোধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুর গঙ্গা প্রসাদ এলাকায় অবস্থিত তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরিতে মেসার্স তৃপ্তি জর্দ্দ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

শাহজাদপুর গাছ থেকে উদ্ধার হলো ১১ ফুট অজগর সাপ

শাহজাদপুর

শাহজাদপুর গাছ থেকে উদ্ধার হলো ১১ ফুট অজগর সাপ

সিরাজগঞ্জের শাহজাদপুর বাড়ির গাছ থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।আজ (সোমবার) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...