শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : আগামী ২৭ এপ্রিল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের চুনিয়াখালীপাড়া মহল্লাস্থ হযরত শাহ আজমত উল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণে জগৎ বরেণ্য মহান অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.)'র অপর সহযোদ্ধা হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)'র (স্থানীয়ভাবে আযীম পীর নামে পরিচিত) বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই মাজার শরীফ প্রাঙ্গণে ইসলামি নিশান (ঝান্ডা) ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত বাৎসরিক ওরশের সূচনা ঘটবে। মাজার শরীফ ও ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামীকাল বৃহষ্পতিবার দিনভর ওরশ উপলক্ষে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ আছর থেকে হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.)'র মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি মোঃ এমদাদুল হক দাদুলের সভাপতিত্বে এবং খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক পীর ছাহেব) এর পরিচালনায় অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমিষ্ট বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালি ছাহেব-কুষ্টিয়া। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন, চাটমোহর উপজেলার লাঙ্গলমারা এলাকার বক্তা হাফেজ ক্বারী মাওলানা মোঃ সায়াদ উদ্দিন শাহীন ছাহেব, বেড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম ছাহেব, শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ আলী আকবার ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি হিসেবে শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুন মিয়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আলী আযম বাবর, নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকতের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হযরত শাহ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ.) ওরফে আযীম পীরের বাৎসরিক ওরশে দলে দলে উপস্থিত হয়ে ওরশ সাফল্যমন্ডিত করতে সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানিয়েছে ওরশ এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইয়ামেনের শাসনকর্তা মোয়াজ-ইব্নে জাবাল এর বংশধর হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ:) সুদূর ইয়ামেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১২৯২-৯৬ ইং সালের মধ্যে নিজ দেশ ত্যাগ করেন। সঙ্গে ছিলেন তাঁর তিন ভাগ্নে খাজা কালীন দানিশ মন্দ (রহ:) ,খাজা নূর (রহ:), খাজা আনওয়ার (রহ:), তাদের মাতা (মখদুম শাহদৌলা (রহ:) এর ভগ্নি), ১২ জন প্রসিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচরবৃন্দ্র। তাঁরা সবাই ৭ টি মতান্তরে ৪০ টি জাহাজ যোগে নদীপথে রওয়ানা হয়ে বোখারায় পৌছে তথাকার সাধক সুফী জালালউদ্দিন বোখারী (রহ:) এর সাথে সাক্ষাত করে কিছু সময় অতিবাহিত করে বাংলার এই অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এবং শেষ ধর্মযুদ্ধে শহিদ হন। হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ:) এর সাথে সহযোদ্ধা হিসেবে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে শাহজাদপুরে এসেছিলেন হযরত শাহ্ আজমত উল্লাহ ইয়ামেনি (রহ:)। পরবর্তীতে স্থানীয়ভাবে তিনি আযীম পীর হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন।

সম্পর্কিত সংবাদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে ঝূঁকি নিয়ে শত শত শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে; দুর্ভোগ চরমে !

শামছুর রহমান শিশির: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী পূর্বপাড়া মহল্লার এক কিলোমিটার সড়কটি প্রায় দেড় যুগ ধর...

মহানবী (সাঃ) কে কটুক্তিকারী আ.লীগ নেতার ফাঁসির দাবীতে শাহজাদপুরে বিক্ষোভ- সমাবেশ

দিনের বিশেষ নিউজ

মহানবী (সাঃ) কে কটুক্তিকারী আ.লীগ নেতার ফাঁসির দাবীতে শাহজাদপুরে বিক্ষোভ- সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটুক্তিকারী শাহজাদপুর উপজেলার

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জের উল্লেখযোগ্য ৮ গন্তব্য

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে হযরত মখদুম...

শাহজাদপুরে চোলাই মদসহ আটক ১

শাহজাদপুর

শাহজাদপুরে চোলাই মদসহ আটক ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আন...

সিআইডি বগুড়ার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান

বাংলাদেশ

সিআইডি বগুড়ার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান

সিআইডি বগুড়া জেলা কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ কাউছার সিকদারের সভাপতিত্বে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।...