বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে আজ বুধবার দুপুরে জমিজমা সংক্রান্তর জের ধরে মেয়ে ও মাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার জামিরতা গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে আলেয়া (১২) ও তার মা ফাতেমা (২৫) নিজ জমিতে এ সময় মাশকালাই দেখতে যায়। একই গ্রামের শের আলী ও তার লোকজন এ সময় তাদের উপরে অতরর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে ফাতেমা খাতুন জানান, তার মেয়ের নামে ৬৬ শতাংশ জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে শেরআলী ও তার লোকজন ওই জমি তাদের দাবি করে দখলের চেষ্টা করছে। এতে বাধা দেয়ায় তারা এ হামলা চালিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি রয়েছে। মামলা হলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

জলের জমিনে তরমুজের সমারোহ

অর্থ-বাণিজ্য

জলের জমিনে তরমুজের সমারোহ

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “ক্ষেতে-ক্ষেতে লাঙলের ধার, মুছে গেছে কতবার, কতবার ফসল কাটার সময় আসিয়া...