মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক: খাদ্য অথবা বাস চালুর দাবীতে বুধবার দুপুরে ১ ঘন্টা ব্যাপী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে বিক্ষোভকারী শ্রমিক নেতা মোক্তার হোসেন, রাজিব হোসেন, খোকন মিয়া, রায়হান আলী, আরিফ হোসেন, আব্দুল মতিন, আক্কেল আলী, সানোয়ার হোসেন,আবু জাফর ও নাজমুল হোসেন বলেন, করোনার কারণে প্রায় দেড় মাস ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সকল বাস-কোচ চলাচল বন্ধ রয়েছে। ফলে এ উপজেলার প্রায় ৪ হাজার বাস শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার নাই। হাতে কোন টাকা টাকা-পয়সা নাই। তারা কি ভাবে চলছে মালিক ও শ্রমিকনেতারা তার খোজ নেয় না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বারবার শ্রমিক নেতাদের বলেও কোন লাভ হচ্ছে না। অবরোধকারীরা আরো বলেন, শ্রমিক নেতারা সারা বছর শ্রমিক কল্যাণ ফান্ডের নামে চাঁদা উত্তোলন করেন। অথচ এই মহামারির সময় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কোন সাহায্য সহযোগিতা করছে না। সরকারি ভাবে যে বরাদ্দ আসে তা নেতাদের চামচাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়। ফলে আমরা কোন সাহায্য পাই না। তাই বাধ্য হয়ে হয় খাদ্য,নয়তো বাস চালুর দাবী জানিয়ে সড়কে অবস্থান নিয়েছি। এদিকে এ অবরোধ চলাকালে সড়কের দু‘পাশে শত শত ট্রাক,কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন আটকা পরে। খবর পেয়ে দুপুরে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে তারা বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ অবরোধ তুলে নেয়। এর মধ্যে ব্যবস্থা না হলে তারা আবারও সড়ক অবরোধ কওে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক নের্তৃবৃন্দও সাথে খথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচলের ব্যবস্থা করেন। এ বিষয়ে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ দেড় মাস ধরে গণপরিবহণ বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। পেটের দায়ে তারা রাস্তায় নেমেছেন। প্রায় ৪ হাজার শ্রমিকের জন্য শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৫০০ ব্যাগ খাদ্য সামগ্রী দিয়েছে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে ৩০০ শ্রমিককে নগদ সহায়তা করা হয়েছে। ৮০০ শ্রমিককে সহায়তা দেওয়া হলেও এখনও ৩ হাজার ২০০ শ্রমিককে কোন সহায়তা দেওয়া সম্ভব হয়নি। ফলে তারা এ আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার সকালে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব তাদের চাল অথবা নগদ অর্থ সহায়তা করা হবে। এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.ফজলে আশিক বলেন, খাদ্য অথবা বাস চালুর দাবীতে কিছু সংখ্যক উশৃঙ্খল শ্রমিক সড়ক অবরোধ করলেও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই তারা শ্রমিক নের্তৃবৃন্দর আশ্বাসে অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর খুকনী বহুমুখী উচ্চ কিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বহুমুখী উচ্চ বিদ্যা...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে গত বৃহস্পতিবার রাতে লোকনাট্য উৎসবের আয়োজন করা হয় । শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর...

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

শাহজাদপুর

শাহজাদপুরে চলছে মখদুমিয়া জামে মসজিদের উন্নয়নের কাজ

মোঃ শফিকুল ইসলাম ফারুক : প্রায় সাড়ে আট শত বছরের পুরাতন হযরত মখদুম শাহ্দৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর পবিত্র মাজার সংলগ্ন মখদ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...