শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল বাসেতের পদত্যাগ দাবীতে বিক্ষোভ প্রদর্শণ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাজনৈতিক পদ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের জুলুম-অত্যাচার, ব্লাকমেইল করে অতিরিক্ত অর্থ আদায়, নিয়োগ বাণিজ্য, কলেজ ফাণ্ডের টাকা আত্মসাৎ এবং কলেজে উপস্থিত না থেকেই মাস শেষে হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর করে বেতন উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে উপাধ্যক্ষ বাসেতের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে জামিরতা ডিগ্রি কলেজের ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামিরতা বাজার ঘুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপাধ্যক্ষ আব্দুল বাসেতের পদত্যাগের ১ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন কলেজের সাধারণ শিক্ষার্থী হাবিবুর রহমান, ময়নুল, রায়হান, শাহাদত, রাসেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উপাধ্যক্ষ আব্দুল বাসেত উপজেলা আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে দলীয় ক্ষমতা ব্যবহার করে চরম স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। তিনি কলেজে উপস্থিত না হয়ে হঠাৎ এসে হাজিরা খাতায় একদিনে সব স্বাক্ষর করেন। সেইসাথে নিজের কলেজসহ শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের গড ফাদার হয়ে ওঠেন। অপরদিকে কলেজের বিভিন্ন ফাণ্ডের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে উপাধ্যক্ষ আব্দুল বাসেতের পদত্যাগ দাবি করেন। সেইসাথে তদন্ত করে উপাধ্যক্ষ আব্দুল বাসেতের সহযোগিতাকারীদেরও শাস্তি দাবি করেন তারা। এছাড়াও কলেজে ছাত্র রাজনীতি বন্ধ, পাঠাগার সংস্কার, সাংস্কৃতিক কর্মাকাণ্ড বৃদ্ধিসহ বিভিন্ন দাবি পেশ করেন। সেইসাথে উপাধ্যক্ষ বাসতের পদত্যাগ না করা পর্যন্ত আনদোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে সহমত পোষণ করে জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী বলেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে অতিদ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ হায়দার আলী বলেন, উপাধ্যক্ষ আব্দুল বাসেত কোন প্রকার ছুটি না নিয়ে গত ১৫ দিন টানা অনুপস্থিত রয়েছেন। তিনি আরও বলেন, বিগত দিনেও উপাধ্যক্ষ আব্দুল বাসেত কলেজে অনুপস্থিত থেকে হঠাৎ এসে জোর করে হাজিরা খাতায় সিগনেচার করেছেন।

এ বিষয়ে উপাধ্যক্ষ আব্দুল বাসেতের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ওয়ার্ড আ.লীগের সেক্রেটারিকে কুপিয়ে জখম

অপরাধ

শাহজাদপুরে ওয়ার্ড আ.লীগের সেক্রেটারিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে গাড়াদহ ইউনিয়নের ৩...

শাহজাদপুর-পাবনা মহাসড়কে ৩০ বাঁক যাত্রীদের জন্য মৃত্যুফাঁদ

জীবনজাপন

শাহজাদপুর-পাবনা মহাসড়কে ৩০ বাঁক যাত্রীদের জন্য মৃত্যুফাঁদ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর-পাবনা মহাসড়কের ৩০ টি বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুফাঁদ। এসব বাঁকে বাঁকে প্রতিনিয়তই ঘট...

সিরাজগঞ্জের মৃৎশিল্পীদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা; থমকে চলছে জীবনের চাকা

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের মৃৎশিল্পীদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা; থমকে চলছে জীবনের চাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি : "দিনক দিন চাল, ডাল, এঁটেল মাটিসহ সব জিনিসের দাম বেড়েছে। কমেছে শুধু মাটির তৈরি জিনিসপত্রের। বাপদাদা...