শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা শাহজাদপুর সাব-জজ ২য় আদালত ভবন ও উপজেলা আইনজীবী সহকারী সমিতির নতুন ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ জাফরুল হাসান এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুনসহ একটি পরিদর্শক দল। পরিদর্শন শেষে উপজেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ জাফরুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম রাখাল, সাধারণ সম্পাদক নাসিম সরকার হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ তোফাজ্জল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক, এড. ফজলুল হক, এড. মালিক আব্দুর রহিম, আলহাজ্ব এড. আব্দুস সাত্তার মোল্লা, এড. আফতাব উদ্দিন, এড. আব্দুল আজিজ জেলহক, একেএম মতিয়ার রহমান, মামুনর রশিদ লিয়াকত, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার আদালত প্রতিবেদক এমএ হান্নান শেখ প্রমূখ।
শাহজাদপুরে চৌকি আদালত ভবন পরিদর্শণ করলেন সিরাজগঞ্জ জেলা জজ
