শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মোট ৪টি বিদ্যুৎ কেন্দ্রেরই বিদ্যুৎ উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এই তীব্র শীতের মধ্যেও শাহজাদপুর সহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ব্যাপক হারে লোডসেডিং বৃদ্ধি পেয়েছে। এতে এ অঞ্চলের জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে। আসন্ন সেচ মৌসুমের আগে এই বিদ্যুৎ সংকট দূর না হলে ইরি-বোরোর চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যান্ত্রিক ক্রুটি,ওভারহোলিং ও গ্যাস সংকটের কারণে এ বিদ্যুৎ কেন্দ্র গুলির উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে। বাঘাবাড়ীর পিডিবির ৩টি বিদ্যুৎ উৎপাদন প্লান্টে প্রতিদিন ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। এর মধ্যে ফার্নেস ওয়েল ভিত্তিক ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট ১টি। গ্যাস ভিত্তিক ১০০ মেগাওয়াট ও ৭১ মেগাওয়াটের দুইটি। ছাড়া এর পাশে বেসরকারি মালিকানাধীন ইউনাইটেড গ্রুপের ভাসমান বিদ্যুৎকেন্দ্র ওয়েস্টমন্ট পাওয়ার কোম্পানির ৪৫ মেগাওয়াট করে ২টি বিজয়ের আলো-১ এবং বিজয়ের আলো-২ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে। বাঘাবাড়ীর এ প্লান্ট গুলো থেকে ৩১১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হওয়ার কথা থাকলে শুরু থেকেই ওয়েস্টমন্ট পাওয়ার কোম্পানির ৪৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিজয়ের আলো-১ বিদ্যুৎকেন্দ্রটি থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করতে পারলেও দ্বিতীয় ইউনিট বিজয়ের আলো-২ স্থাপনের পর থেকেই একদিনের জন্যও উৎপাদনে যেতে পারেনি। খোঁজ নিয়ে জানা যায়, পিডিবির ব্যয়বহুল ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টটি শুধু সন্ধ্যায় চালু রাখা সম্ভব হলেও ১০০ ও ৭১ মেগাওয়াট এবং ওয়েস্টমন্টের ৯০ মেগাওয়াটের বিজয়ের আলো-১ ও বিজয়ের আলো-২ যান্ত্রিক ক্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। পিডিবির বাঘাবাড়ী বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তফা আল মামুন সাংবাদিকদের জানান,বাঘাবাড়ী পিডিবির ১০০ মেগাওয়াট প্লান্টটি গত বছরের আগস্ট মাস থেকে যান্ত্রিক ক্রুটির কারণে এবং ৭১ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টটি রুটিনওয়ার্কের অংশ হিসেবে ওভারহোলিংয়ের জন্য গত বছরের ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে এখন প্রতিদিন সন্ধ্যার পর শুধু পিক আওয়ারে ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টটি চালু করা হচ্ছে। তিনি আরও জানান, পিকিং প্লান্টে প্রতি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি হওয়ায় রাতের একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি চালু রাখা হয়। বাঘাবাড়ি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ম্যানেজার মোঃ ইবনুল হোসেন জানান, যান্ত্রিক ক্রুটির কারণে ১০০ মেগাওয়াট প্লান্টটি খুব সহসা চালু করা সম্ভব না হলেও গ্যাস সরবরাহ ঠিকমত পাওয়া গেলে ৭১ মেগাওয়াট প্লান্টটি আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে চালু করা সম্ভব হতে পারে। এদিকে বগুড়া ন্যাশনাল লোড ডিসপ্যাচ সার্কেল (এনএলডিসি)-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে এই শীতে প্রতিদিন রাজশাহী বিভাগে ৮৮০ মেগাওয়াট ও রংপুর বিভাগে ৫২৭ মেগাওয়াট লোড ব্যবহার করা হচ্ছে। শীত চলে গেলেই গরমের সঙ্গে ইরিগেশন অর্থাৎ বোরো মৌসুম শুরু হবে। তখন রাজশাহী বিভাগে প্রতিদিন ১ হাজার ৩০০ মেগাওয়াট ও রংপুর বিভাগে ৯৫০ মেগাওয়াট বিদ্যুতের দরকার হবে। তাই গরম ও ইরিগেশন শুরুর আগেই বাঘাবাড়ীর বিদ্যুৎ প্লান্ট গুলো উৎপাদনে যেতে না পারলে উত্তরাঞ্চলের ১৬ জেলায় লোডশেডিং প্রকট আকার ধারণ করবে। জানা যায় শাহজাদপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পাওয়ার গ্রীড রয়েছে। দেশের বিভিন্ন স্থানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে এ সব গ্রীডে এসে থাকে। এ সব পাওয়ার গ্রিড থেকে আবার চাহিদা অনুযায়ী উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা গুলিতে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। বাঘাবাড়ীতে অবস্থিত পিডিবির সব কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আগামী এক মাসের মধ্যে চালু করা সম্ভব না হলে আসন্ন ইরি-বোরো চাষের সেচ মৌসুম ও তীব্র গরমের সময় বিদ্যুতের চাহিদা ব্যাপব হারে বেড়ে যাবে। তখন এ সব গ্রীড গুলোতে চরম ভাবে বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে। আর এই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় গ্রীড গুলোর কর্মকর্তারা ব্যাপক হারে লোডশেডিং দিতে বাধ্য হবে। ফলে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে। এ পরিস্থিতি মোকাবেলা করতে ব্যার্থ হলে ভয়াবহ আকারে সেচ সংকট সৃষ্টি হবে। এতে ইরি-বোরোর উৎপাদনে চরম বিপর্যয় নেমে আসবে। তাই এক্ষুণি বাঘাবাড়ির সব গুলো বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র দ্রুত চালুর পদক্ষেপ প্রয়োজন বলে এলাকাবাসি মনে করেন।

সম্পর্কিত সংবাদ

আমাদের কথা লিখুন  - এইচ এস সরোয়ারদী

মতামত

আমাদের কথা লিখুন - এইচ এস সরোয়ারদী

আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। আমরা যমুনা পাড়ের মানুষ। চলতি বর্ষা মৌসুমে যমুনার ব্যাপক ভাঙনে আমাদের ভিটে-মাটি ঘ...

শাহজাদপুরে ত্রাণের দাবীতে লকডাউন ভেঙ্গে রাজপথে অসহায়দের বিক্ষোভ

জানা-অজানা

শাহজাদপুরে ত্রাণের দাবীতে লকডাউন ভেঙ্গে রাজপথে অসহায়দের বিক্ষোভ

শামছুর রহমান শিশির ও আল-আমিন হোসেন : করোনা ভাইরাস জণিত কারণে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরী...

শাহজাদপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হাসপাতাল কর্মচারীদের জন্য যুবলীগের উপহার

রাজনীতি

শাহজাদপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হাসপাতাল কর্মচারীদের জন্য যুবলীগের উপহার

[vc_row][vc_column][vc_column_text]বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হ...

চমকপ্রদ খবর//বাঘে মহিষে একঘাটে খাবি খাচ্ছে

মতামত

চমকপ্রদ খবর//বাঘে মহিষে একঘাটে খাবি খাচ্ছে