বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে। গত ২৬ এপ্রিল শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারি আব্দুর রশিদ ঘুষের টাকা না পেয়ে ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসানের মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় তাকে গত ৮ মে এই স্ট্যান্ড রিলিজড করা হয়। ইতিমধ্যেই তিনি তার নতুন কর্মস্থল কুষ্টিয়া সদর উপজেলায় যোগদান করেছেন বলে প্রাথমিক শিক্ষা কারর্য্যলয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন। এদিকে, এ ঘটনায় অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা না নেয়ায় শাহজাদপুরে কর্মরত সকল প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ শনিবার বিকেলে শিক্ষক নেতারা জানান, গত ২৬ এপ্রিল বুধবার সকালে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান তার বন্ধু নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের (অবঃ) লামগ্রান্ড বিলের টাকা উত্তোলনের জন্য যান। এ সময় ওই অফিসের অফিস সহকারি আব্দুর রশিদ সরকার তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি দাবীকৃত ঘুষের ৫ হাজার টাকা দিতে অস্বীকার করলে অফিস সহকারী আব্দুর রশিদ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুর রশিদ প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ময়নুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ কর্মকর্তাদের যোগসাজসে অফিস সহকারী আব্দুর রশিদ ঘুষ ছাড়া কোন কাজ করে দেন না শিক্ষকদের। অন্যায়ভাবে তাদের সহকর্মী প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীও করেছেন । পুলিশ দুর্নীতিবাজ রশিদকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে এখনও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। ওই ন্যাক্কারজনক ঘটনায় কেবলমাত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজড করলেই চলবে না। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি জরুরী কাজে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। পরে ঘটনাটি শুনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবহিত করি। এখানে আমার দায়িত্বে কোন অবহেলা ছিল না। তার পরেও কেন আমাকে শাস্তিমূলক বদলি করা হল তা আমার বোধগম্য নয়। তার পরেও আমি আমার চাকরির স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছি।’ এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানা, ‘অফিস সহকারী আব্দুর রশিদ ও প্রধান শিক্ষক রশিদুল হাসানে মধ্যে মারপিটের ঘটনার তদন্ত প্রতিবেদন ডিজি অফিসে দাখিল করা হয়। সেখান থেকেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে।’ অপর দিকে অফিস সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘দু’এক দিনের মধ্যেই আব্দুর রশিদের বিরুদ্ধে ডিজি অফিস থেকে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে উত্তাল শাহজাদপুর

জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে উত্তাল শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিয়ান ও তাদের দাবীর সাথে একাত্মতা প্রকাশকারী

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

১৭ জানুয়ারি (শুক্রবার) শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করেছে

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

যমুনার পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে, বিপাকে বানভাসিরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিস্তা...

শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ উদ্বোধন

খেলাধুলা

শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে সপ্তাহ ব্যাপী অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিভা অন্বেষণ-২০১৬ গতকাল...

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত : মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত : মহাসড়ক অবরোধ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো