শনিবার, ২১ জুন ২০২৫
বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসের ক্রান্তিকালে সারাদেশে পুলিশ সদস্যরা যখন জনসেবায় ব্যস্ত তখন যৌতুকের দাবীতে এক পুলিশ সদস্য কর্তৃক তার স্ত্রীকে পিটিয়ে মারাত্বক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন রিয়া (২৮) বাদী হয়ে তার স্বামী ইউসুফ আলী (বিপি নং-৯১১০১২৬৪৯২)সহ শশুরবাড়ীর ৫ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দাযের করেছে। মামলার অপর আসামীরা হলো, মিঠুন আলী ওরফে দরবেশ (৩৫), নিজাম উদ্দীন (৪০), আসাদুল (৩২) ও শাহজাহান মাষ্টার (৫৬)। এদিন শনিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে মামলার বাদী নাসিমা খাতুন তার উপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে যৌতুকলোভী স্বামীসহ শ্বশুরবাড়ীর লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মামলা সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত হাজী শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়ার সাথে পার্শবর্তী উল্লাপাড়া উপজেলার দত্ত খারুয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে পুলিশ সদস্য ইউসুফ আলীর বিয়ে হয়। তাদের ঘরে ইহান (৯) নামের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে, বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবীতে স্বামী ইউসুফ আলী তার স্ত্রী নাসিমার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। একই অভিযোগে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্বামী ইউসুফ আলীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা ( মামলা নং-২০) দায়ের করে স্ত্রী নাসিমা। এ ঘটনা নিয়ে উভয়পক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ইউসুফ আলী ভবিষ্যতে স্ত্রীকে নির্যাতন করবে না মর্মে মুচলেকা দেয়ায় নাসিমা খাতুন মামলাটি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে, সংসার করাবস্থায় পুলিশ সদস্য ইউসুফ আলী ছুটিতে বাড়ি এসে স্ত্রী নাসিমা খাতুনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের দাবী মেটাতে না পারায় গত ২৬ এপ্রিল স্বামী পুলিশ সদস্য ইউসুফ আলীসহ শশুরবাড়ীর লোকজন ক্ষিপ্ত হয়ে নাসিমাকে বেধড়ক পিটিয়ে মারাত্বক জখম করে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশের সহযোগীতায় নাসিমার স্বজনেরা সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন নাসিমা খাতুন। নির্যাতিতা নাসিমা শাহজাদপুর নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ‘এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ’

সম্পর্কিত সংবাদ

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুর আসামী বহনে নেই কোন প্রিজন ভ্যান বা অন্য যানবহন!

আইন-আদালত

শাহজাদপুর আসামী বহনে নেই কোন প্রিজন ভ্যান বা অন্য যানবহন!

এম এ হান্নানঃ শাহজাদপুর থেকে সিরাজগন্জ জেলা কারাগার এর দুরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। ২০১৩সালের ২৪ ফেব্রুয়ারী চৌকি আদালত পূ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

রায়গঞ্জে বাড়ির ভেতরে গুপ্তস্থানের সন্ধান, সুড়ঙ্গ বানিয়ে বের হলেন দুজন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জে বাড়ির ভেতরে গুপ্তস্থানের সন্ধান, সুড়ঙ্গ বানিয়ে বের হলেন দুজন

কথিত এ গুপ্তস্থানে মানুষকে বন্দী করে চাঁদা আদায়, কিডনি বিক্রির হুমকি, জমি লিখে নেওয়াসহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!