

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় নির্মিত একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাটির সাধারণ মানুষের ভেতর। যদিও টিকটক ভিডিওতে অংশ নেওয়া ওই দুই তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই টিকটকারদের খুঁজছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, মসজিদের বারান্দায় টিকটকের বিষয়টি অভিনব কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। কারণ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় টিকটক করতে পারে না।
মসজিদের প্রতি ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস প্রতিটি মুসলমান নর-নারী শাশ্বতভাবে হৃদয়ে ধারণ করে বলেও জানান তারা।
তাদের মতে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিনন্দন মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। তবে এ মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী টিকটক ভিডিও বানিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।
মসজিদের এক মুসল্লি আবদুস সুবহান বলেন, ‘মসজিদে আইয়া গানবাইদ্য করল। এইডা কেয়ামতের লক্ষণ। এই দেশো কী আইন কানুন নাই। খুইব দুঃখ পাইছি।’
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি জড়িতরা শাস্তি না পায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্ছন্নে যাবে।’
টিকটক ভিডিওটি নজরে পড়েছে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জুয়েল রানার। তার ফেসবুক আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে একটি স্ট্যাটাসও দেন তিনি।
তিনি জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের ভেতর ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত এখানে অনেকে ভিড় করেন।
সম্পর্কিত সংবাদ

অপরাধ
শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!
শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

দিনের বিশেষ নিউজ
রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি
সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

জাতীয়
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী
অনলাইন নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়... মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ... বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...
জাতীয়
আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে কদর
ফটোগ্যালারী
অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর
বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন