মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় নির্মিত একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাটির সাধারণ মানুষের ভেতর। যদিও টিকটক ভিডিওতে অংশ নেওয়া ওই দুই তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই টিকটকারদের খুঁজছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, মসজিদের বারান্দায় টিকটকের বিষয়টি অভিনব কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। কারণ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় টিকটক করতে পারে না।

মসজিদের প্রতি ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস প্রতিটি মুসলমান নর-নারী শাশ্বতভাবে হৃদয়ে ধারণ করে বলেও জানান তারা।

তাদের মতে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিনন্দন মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। তবে এ মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী টিকটক ভিডিও বানিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।

মসজিদের এক মুসল্লি আবদুস সুবহান বলেন, ‘মসজিদে আইয়া গানবাইদ্য করল। এইডা কেয়ামতের লক্ষণ। এই দেশো কী আইন কানুন নাই। খুইব দুঃখ পাইছি।’

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি জড়িতরা শাস্তি না পায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্ছন্নে যাবে।’

টিকটক ভিডিওটি নজরে পড়েছে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জুয়েল রানার। তার ফেসবুক আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে একটি স্ট্যাটাসও দেন তিনি।

তিনি জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের ভেতর ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত এখানে অনেকে ভিড় করেন।

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আইন-আদালত

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার...