বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় বাঘাবাড়ি নদী বন্দর ও অয়েল ডিপোর প্রধান ফটকের ৫০ গজ সন্নিকটে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘাবাড়ি বন্দর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে রাত পৌনে ১২টায় শাহজাদপুর, উল্লাপাড়া ও বেড়া ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত আনুমানিক দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে, জনতার ভিড়ের ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়।

ইউনুস আলী নামের স্থানীয় একজন বাসিন্দা বলেন, রুমী মটরস নামের একটি দোকান ও তেলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের রঞ্জু ইনজিনিয়ারিং, রয়েল ব্যাটারি, একটি টায়ারের গোডাউন ও পাশের ইসরাফিল নামের একজনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিটি দাহ্য পদার্থের দোকান হওয়ার ফলে আগুন ব্যাপক আকার ধারণ করে এবং পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পরে। এসময় গোডাউনের পাশে রাখা একটি তেলের ট্যাঙ্কি ও ২টি পিকআপ ভ্যানে আগুন লাগে।

জানা যায়, প্রতিটি দোকান ও গোডাউনে প্রচুর পরিমাণ দাহ্য জাতীয় পদার্থ যেমন পেট্রোল, মবিল, ডিজেল, অকটেন, গ্যাস সিলিন্ডার, টায়ার ও রং মজুদ করে রাখা ছিল।

উল্লেখ্য, বাঘাবাড়ির আগ্নিকান্ডের ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে একটি নদীবন্দর, অয়েল ডিপো ও মিল্ক ভিটা। এবং আশপাশে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় শতাধিক তেলের দোকান ও গোডাউন রয়েছে।

শান্ত নামের স্থানীয় একজন বাসীন্দা জানান, অগ্নিকান্ডের শুরুতেই রাত সোয়া ১১টায় ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত শাহজাদপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আসতে অপারগতা প্রকাশ করেন। তারা বাঘাবাড়ি বন্দর ফায়ার সার্ভিসকে খবর দিতে বলে। প্রথমেই যদি শাহজাদপুরের ইউনিটটি আসতো তাহলে এতো পরিমাণ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। এই অগ্নিকান্ডের ঘটনায় দোকান মালিকরা নিস্ব হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের পাবনা ও সিরাজগঞ্জ রিজিয়ন সহকারি পরিচালক মোঃ দুলাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে রাত আনুমানিক পৌনে ১২টায় প্রথমে বাঘাবাড়ি ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর উল্লাপাড়া ও বেড়ার ফায়ার সার্ভিসসহ মোট ৭টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হওয়ার কারণ তিনি উল্লেখ করেন, এগুলো পেট্রল, অকটেন, ডিজেল, মবিল, ব্যাটারি ও টায়ারের দোকান হওয়ার কারনে আগুন নেভাতে দেরি হয়েছে। এবং রুমি মটরসের ফায়ার লাইসেন্স করা আছে কিনা তদন্ত করে দেখা হবে। এবং আশপাশে বৈধ ও অবৈধ মিলিয়ে এই এলাকায় প্রায় শতাধিক দাহ্য জাতীয় পদার্থের দোকান রয়েছে। এসকল দোকানকে নজরদারির আওতায় আনা হবে।

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

২৫ বছরে সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

বাংলাদেশ

২৫ বছরে সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

রোববার (১২ জুন) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাঁধন, রজতজয়ন্তী উদযাপন কম...

সাবেক এমপি চয়ন ইসলাম করোনায় আক্রান্ত

রাজনীতি

সাবেক এমপি চয়ন ইসলাম করোনায় আক্রান্ত

বাংলাদেশ আওয়ামী লীগেরকেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার...

উল্লাপাড়ায় ব্যবসায়ীর নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবিঃ গ্রেফতার ১

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় ব্যবসায়ীর নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবিঃ গ্রেফতার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ চাদাবাজী মামলায় শরিফুল ইসলাম বাবুকে গ্রফতার করে শুক্রবার আদালতে প্রেরন করেছে। উল্...

শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতীয়

শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মামুন রানা : শাহজাদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা...

শাহজাদপুরে স্যামসাং মোবাইলের শো-রুম উদ্বোধন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে স্যামসাং মোবাইলের শো-রুম উদ্বোধন

সোমবার (২৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারে স্যামসাং মোবাইলের শো’রুম উদ্বোধন কর...