আগুনে পুড়ে ছেলের মৃত্যুর ৫ মাস না যেতেই একই ভাগ্য বরণ করতে হলো সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুকে। রাজধানীতে নিজ বাসায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন নান্নু মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসকরা সাংবাদিক নান্নুকে মৃত ঘোষণা করেন।
মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান। গতকাল শুক্রবার ভোররাতে আফতাবনগরের নিজ বাসায় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে, মাত্র ছয় মাস আগে গত ২ জানুয়ারি একই বাসায় এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান নান্নুর একমাত্র সন্তান পিয়াস (২৪)। বাবা মায়ের চোখের সামনেই আগুনে পুড়ে মারা যান তিনি। সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাংবাদিক নান্নু এবং তার স্ত্রী।