


শাহজাদপুর সংবাদ : বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার দ্য সিলভা। তার পায়ের কারিকরি দেখে মুগ্ধ হননি এমন ফুটবল ভক্তের সংখ্যা নেহাত কম। কিন্তু অবাক করা হলেও সত্য নেইমার যখন প্রতিপক্ষের খেলোয়াড়ের সামনে বল নিয়ে নানান রকম কারিকরি করেন তখন তার মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে। শুধু নিষ্ক্রিয় থাকে বললে ভুল হবে, স্বাভাবিকের চেয়ে দশ গুণ বেশি নিষ্ক্রিয় থাকে। এমনটাই দাবি করেছেন জাপানের একদল গবেষক। বার্সেলোনার হয়ে খেলা একটি ম্যাচে নেইমারের ওপর চালানো হয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। সেখানেই জানা যায়, নেইমার যখন বল পায়ে খুব দ্রুত তার পায়ের পাতা নাড়াতে থাকেন, তখন তার মস্তিষ্ক প্রায় কাজ করে না বললেই চলে। আর সে কারণে বল পায়ে নেইমার যে কাজগুলো করেন সেগুলো কোনোটাই তার ইচ্ছাকৃত নয়, পুরোটাই করতে থাকেন অবচেতন মনে! গবেষকরা একে তুলনা করেছেন প্লেনের অটো-পাইলট অবস্থার সঙ্গে। গবেষক দলের অন্যতম সদস্য ইলিচি ন্যাটিও এ বিষয়ে বলেন, ‘এমআরআই পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি, নেইমারের মস্তিষ্কের কর্মক্ষমতা তখন একজন অপেশাদার খেলোয়াড়ের মস্তিষ্কের চেয়ে অন্তত দশ ভাগ কমে যায়। সম্ভবত জিনগত কারণেই এমনটা ঘটে থাকে তার ক্ষেত্রে। আর তার অনুশীলনের ধরনটাও তাকে এমন হতে সাহায্য করেছে।’ শুধু নেইমার নয়, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মস্তিষ্কও একইভাবে কাজ করে বলেও গবেষক দলের বিশ্বাস। কারণ তারাও তো একইভাবে নেইমারের মতো কারিকরি দেখান। মূলত এটা সব খেলোয়াড়ের মধ্যে থাকে না। রোনালদো, মেসি আর নেইমারদের মতো তারকাদের মস্তিষ্কই এমনটা করে থাকে।
সম্পর্কিত সংবাদ

শিক্ষাঙ্গন
রতনকান্দি আল-হামিদ মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলী সাদাত খান মজলিস
নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিসসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মো. আব্দুল ওয়াহাব, অভিভাবক সদস...

আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

আন্তর্জাতিক
ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?
এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪২ মাইল।

তথ্য-প্রযুক্তি
লকড প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে সহজে ছবি দেখার উপায়
সম্প্রতি একাধিক সুরক্ষার ফিচার যুক্ত হলেও, ফেসবুকে প্রোফাইলের সুরক্ষা নিয়ে চিন্তা থেকেই যায়। যদিও ব্যবহারকারীদের নিরাপত্...

বাংলাদেশ
দেশজুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর আমার দেশকে বলেন, ‘প্রস্তাবিত হাসপাতালটি নিয়ে দেওয়ার মতো তথ্য এখন পর...