সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে ইটবোঝাই ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।নিহতরা হলেন- সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতরা হলেন- একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে উপজেলার পাঁচলিয়া এলাকায় চলন্ত পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও দুই শ্রমিক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।