বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিল।
২৬ মার্চ শাহজাদপুর সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় স্থানীয় এমপি ও আওয়ামী লীগকে কটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমানকে শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি প্রদান ও কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি প্রদান ও কুশপুত্তলিকা দাহ করে।
বিক্ষোভকারীরা শাহজাদপুর আদালত চত্বর থেকে উপজেলা পরিষদ চত্বরে এসে কুশপুত্তলিকা দাহ করে। এ সময় শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক রাজিব শেখের সাথে চেয়ারম্যান আজাদ রহমানের সমর্থক হামলাকোলা গ্রামের আলো হাজীর ছেলে আব্দুল মান্নানের মারপিটের ঘটনা ঘটে। এতে বিক্ষোভকারীদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভকারী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানকে শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা করে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহি উদ্দিন মহির, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবেব ওয়াহেদ শেখ কাজল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনাম প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৬ মার্চ শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগকে ‘অমি লীগ' ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নানা কর্মকান্ড নিয়ে কটুক্তি করে বক্তব্য রাখেন। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসোন্তোষ ছড়িয়ে পড়ে। এরই জের ধরে এদিন তার এ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একটি দায়ীত্বশীল পদে থেকে স্থানীয় এমপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করে বক্তব্য দেয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের ঠিক হয়নি। তার এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, আমি এ ধরণের কোন বক্তব্য দেইনি। আমার বিরোধীতাকারীরা আমার বক্তব্যকে বিকৃত করে আমার বিরুদ্ধে নেতা-কর্মীদের উস্কিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ঢাকায় আওয়ামী লীগের একটি জরুরী মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কুশপুত্তলিকা দাহ।
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
অর্থ-বাণিজ্য
ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখার ৬ বছরে পদার্পনে বর্ণাঢ্য আয়োজন
৬ বছরে পদার্পন উপলক্ষে শনিবার (২৯ মে) দুপুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাহজাদপুর শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়...
রাজনীতি
খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে জনগন থেকে বিচ্ছিন্ন - সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস
তিনি আরও যোগ করেন, “প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কাজ হলো মামলার প্রস্তুতি, প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা— কা... শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...
শিক্ষাঙ্গন
কালের নব যাত্রাপথে ইব্রাহিম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
আইন-অপরাধ
কারাগার কোথায় হবে, তা প্রশাসনের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
অপরাধ
শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!
