বুধবার ইতালির রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে দুটি ভিন্ন ফ্লাইটে অবতরণ করা বাংলাদেশি নাগরিকদের নামতে দেয়নি ইতালি। পরে তাদের ফেরত পাঠানো হয়। এরআগে, একটি ফ্লাইটে দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।
দু-একজন প্রবাসীর দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এই পরিণতি বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা বলছেন, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন অমান্য করে কাজে যোগ দিয়ে অন্যদের সংক্রমিতও করেছেন তারা। তাদের এমন আচরণের বিব্রত বাংলাদেশও। পরে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে কিছু বাংলাদেশির এমন আচরণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছে সরকার।