বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচিত মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বরখাস্ত হওয়ার দীর্ঘ ৪ বছর পর বৃহস্পতিবার(২৬নভেম্বর) সকাল ১১টায় নিজ পদে সমাসীন হলেন। এর আগে হাইকোর্ট থেকে একটি আদেশ স্থানীয় সরকার মন্ত্রালয়ে পৌছলে তাকে স্বপদে বসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১০টায় হালিমুল হক মিরু শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডে পৌছলে হাজারও কর্মি, সমর্থকদের ফুলের ভালবাসায় সিক্ত হয়। এবং বিশাল আনন্দ মিছিল নিয়ে পৌরসভায় প্রবেশ করে। তিনি শাহজাদপুর পৌরসভায় পৌছালে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন পর মেয়র পদে বসতে যাওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে হালিমুল হক মিরু সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। শাহজাদপুরের একটি কুচক্রিমহল শাহজাদপুরের উন্নয়ন চায় না। তারা একটি মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়ে শাহজাদপুর পৌরসভাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমি সাংবাদিক শিমুলকে গুলি করিনাই। আমার গুলিতে সে মরে নাই। এটা ব্যালিষ্টিক রিপোর্টে প্রমানিত হয়েছে।

সুতরাং ষড়যন্ত্র এবং চক্রান্ত করেই আমাকে মিথ্যা মামলা দিয়ে জনগনের সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই মামলায় সরকারি তদন্ত বিভাগ (সিআইডি) যে ব্যালাস্টিক রিপোর্ট দিয়েছে তাতে গুলির ওজন পেয়েছে ০.৫০ গ্রাম আর আমার লাইসেন্সকৃত শটগানের গুলির ওজন পেয়েছে ০.৫৩ গ্রাম। এতে প্রমাণিত যে সাংবাদিক শিমুল আমার গুলিতে মারা যায়নি।’ তিনি নিজেও সাংবাদিক শিমুল হত্যার বিচার চান বলে জানিয়েছেন।

আজ স্বপদে সমাসীন হতে পেরে আমি আনন্দিত, উচ্ছসিত। সত্যের জয় হয়েছে। শেষ মুহুর্তে অল্প সময়ে পৌরবাসীর জন্য কিছু করে যেতে চাই। এবং আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এরপর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে শিমুলের স্ত্রী । এই মামলায় গ্রেফতার হওয়ার পর মেয়র পদ থেকে বরখাস্ত হয় মিরু। এরপর দীর্ঘ ২ বছর একটানা কারাগারে থাকার পর গত বছর জামিনে মুক্তিপান মেয়র মিরু।

সম্পর্কিত সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন...

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

অপরাধ

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,'তারা একটি হাট বসাসোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠান...

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

রাজনীতি

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ...

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

শাহজাদপুর

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়...

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শাহজাদপুরে সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মযহারুল ইসলামের জন্মদিনে স্মরণসভা অনুষ্ঠিত

জাতীয়

শাহজাদপুরে সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মযহারুল ইসলামের জন্মদিনে স্মরণসভা অনুষ্ঠিত

স্মরণসভা শেষে প্রয়াত ড. মযহারুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।