বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় নেই কোন পাবলিক টয়লেট! সে কারণে মলগমূত্র ত্যাগ সহ আবর্জনা ফেলার জন্যে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনের ফাঁকা জায়গাটি বেছে নিয়েছে স্থানীয় জনগণ ও রাস্তায় চলাচলকারী যাত্রীর। সরেজমিন পরিদর্শনকালে এ চিত্র পরিলক্ষিত হয়েছে ৷ উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। একে কেন্দ্র করে এ এলাকায় গড়ে উঠেছে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য দোকানপাট। ক্ষুদ্রব্যবসায়ী, হকার, কুলির সংখ্যাও কম নই। প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের আনাগোনায় জমজমাট এলাকাটি। এমন গুরুত্বপূর্ণ স্থানে সরকারী কোন পাবলিক টয়লেট নেই। চরম ভোগান্তি প্রহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়া ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোন ডাস্টবিন। বিপাকে পড়ে হাটিকুমুরুল হাইওয়ে থানার সামনে ফাঁকা জায়গা পেয়ে যত্রতত্র মলমূত্রত্যাগ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এমনকি ময়লা আবর্জনাগুলোও ফেলা হচ্ছে এখানে। যার দরুণ ব্যাপক দূর্গন্ধে চলাচল করতে সমস্যা হচ্ছে সেই সাথে এখানকার পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া সরকারি ডাকবাংলোর সামনে একই অবস্থা দেখা গেছে। হাটিকুমুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, পাবলিক টয়লেট ও ডাস্টবিন না থাকায় লোকজন থানার সামনে এসে প্রস্রাব-পায়খানা করে, ময়লা ফেলে। এ অবস্থা বন্ধ করার জন্য আমার থানা থেকে দু-তিনবার কাটা তার ও বাঁশের বেড়া দিয়েছি। মহাসড়কের পাশে হওয়া স্থায়ীভাবে রাখা সম্ভব হচ্ছে না। আমরা নিয়ন্ত্রের চেষ্টা করে যাচ্ছি। সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় একটি পাবলিক টয়লেট হলে আশাকরছি এ অবস্থার অবসান ঘটবে। স্থানীয় বাসিন্দারা একই অভিযোগ করেছেন। হাইওয়ে থানাসহ এলাকার পরিবেশ রক্ষার্থে অতিদ্রুত পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মাণের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। হাটিকুরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম আলম রেজা জানান, বিষটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছি। অনতিবিলম্বে আমার এ এলাকায় একটি পাবলিক টয়লেট ও কয়েকটি ডাস্টবিন নির্মাণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।

সম্পর্কিত সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন...

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

অপরাধ

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,'তারা একটি হাট বসাসোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠান...

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

রাজনীতি

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

শাহজাদপুর

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়...

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।