শনিবার, ২০ এপ্রিল ২০২৪
অনলাইন নিউজ এডিটর : সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ১৭ মাস পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এতে চরম উদ্বেগ, উৎকন্ঠা প্রকাশপূর্বক শঙ্কিত হয়ে পড়েছেন তার স্ত্রী নুরুন্নাহার। এ অবস্থায় দোষীদের শাস্তি নিশ্চিতে তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন। নুরুন্নাহার বলেন, প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরু কারাগারে থাকলেও প্রায় সব আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন মিরুকে জামিনে ছাড়িয়ে নিতে উচ্চ আদালত চষে বেড়াচ্ছেন তার স্বজনরা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধান আসামি জামিনে বের হয়ে এলে গুরুত্বপূর্ণ এ মামলাটি প্রভাবিত হবে। তাই বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। সাংবাদিক শিমুলের স্ত্রীসহ স্বজনরা শুরু থেকেই এ মামলায় দীর্ঘসূত্রতা ও গড়িমসির অভিযোগ করে আসছেন। সমকাল পরিবারও শিমুল হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে আসছে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল হত্যা মামলাটির মূল বিচারকাজ এখনও শুরু হয়নি। এতদিনে মামলাটি নিষ্পত্তি হওয়া তো দূরের কথা, এখনও আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা জজ আদালত থেকে অভিযোগ গঠনই হয়নি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়ারও অগ্রগতি নেই। যদিও খুনের ঘটনার পর পুলিশ মামলাটির চার্জশিট তিন মাসের মধ্যেই আদালতে জমা দেয়। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য অনুমতিপ্রাপ্তির প্রক্রিয়া গত প্রায় ছয় মাস আগে শুরু হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই অনুমতি এখনও সিরাজগঞ্জে আসেনি। মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য কেবল গেজেট জারি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্তিতে স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি পাবলিক প্রসিকিউটর সমন্বয়ে বিশেষ কমিটির সুপারিশপত্র গত ৩০ জানুয়ারি পাঠানো হয়। সিরাজগঞ্জ জেলা জজ আদালতে এ মামলার শুনানির পরবর্তী তারিখ ১১ সেপ্টেম্বর ধার্য রয়েছে। শিমুল হত্যাকাণ্ডের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার স্বজনদের দেখতে গিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জেলা আইন-শৃঙ্খলা সভায় স্বাস্থ্যমন্ত্রী পরে কয়েক দফা জেলা প্রশাসককে তাগিদ দেন। কিন্তু এখনও সে কাজের অগ্রগতি নেই। পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন বলেন, পুলিশ স্বল্প সময়ে চার্জশিট দিয়েছে। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ও জেলা প্রশাসকের পরামর্শে সুপারিশপ্রাপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পত্র পাঠানো হয়। কিন্তু এখনও সুপারিশ পাওয়া যায়নি। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুর রহমান বলেন, 'মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর মামলার নথিপত্র ও সুপারিশ পাঠিয়েছি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেলে গেজেট জারি হবে। যেটি আমরা এখনও হাতে পাইনি।' সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম বুধবার বলেন, শিমুল হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি এখনও মেলেনি। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে পরদিন ঢাকা নেয়ার পথে মারা যান সমকাল সাংবাদিক শিমুল। এ হত্যাকাণ্ডের ঘটনায় মিরু ও তার ভাই মিন্টুসহ কমপক্ষে ৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পুলিশ প্রায় তিন মাস পর মিরু ও মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মিন্টুসহ ২৯ আসামি এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। মিরু জেলা কারাগারে রয়েছে। তথ্যসূত্র : দৈনিক সমকাল।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বিভিন্ন সংগঠন আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।...

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি আলহাজ হেদায়েত আলী বাশুরী রচিত ‘ রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের ম...