শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শাহজাদপুরে ১৩ দিনেও মেলেনি নিখোঁজ হওয়া আকুলের সন্ধান, নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে তার অসহায় পরিবার।

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া দক্ষিনপাড়া গ্রামের মোঃ কেরামত শেখ(কারবালা)এর মেজ পুত্র দিন মজুর মোঃ আকুল শেখ (৩৬) তার স্ত্রী ও দুই পুত্র নিয়ে বাবা-মা ও তার ভাইদের সাথে একই বাড়িতে বসবাস করতো। বাবা-মা ভাইদের সাথে তার পরিবারের বনিবনা ছিলনা।

আকুল ছিল নির্বোধ প্রকৃতির। বাবা-মা ও ভাইদের প্রলোভোনে নিজ পরিবারকে না জানিয়ে তারও পরিবারের একমাত্র মাথাগোজার ঠায় ৩ শতক বাড়ি সামান্য ৮৫ হাজার টাকা নিয়ে বড় ভাই মোঃ মুকুল শেখের নিকট গোপনে গত ২৯ ডিসেম্বর দলিলমূলে বিক্রি করে দেয়। যার বর্তমান মূল্যে সারে তিন লাখ টাকা।

পরে বিষয়টি জানা জানি হলে আকুলের পরিবারের মাথায় যেন বাজ পরে। আকুলের বড় ছেলে দিনমজুর শাহ আলম (১৮) কেন তাদেরকে না জানিয়ে এই বাড়ি ক্রয় করা হলো এই প্রশ্ন তার দাদা-দাদী ও জ্যাঠা মুকুলকে করলে তাদের মধ্যে বিবাদ আরো বেড়ে যায়।

পরিবারের একমাত্র মাথা গোজার ঠায়টুকু হারিয়ে দিশেহারা হয়ে এর সমাধান চেয়ে গ্রামের প্রামানিকদের নিকট শাহ আলম ও তার মা বিচার দাবী করে। প্রামানিকরা ক্রেতা মুকুল ও তার বাবা-মার নিকট এই বিষয়ে কথা বলতেই তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

সমাধান খুজতে আকুলের স্ত্রী তার সন্তানদেরসহ স্বামী আকুল কে নিয়ে গত ১২ জানুয়ারী একই উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী তার বাবার বাড়িতে যান। পরদিন ১৩ জানুয়ারি সকালে আকুল কাউকে কিছু না জানিয়ে শশুর বাড়ি থেকে পালিয়ে যায়। এর পর থেকেই আকুলকে খুজে পাওয়া যাচ্ছেনা।

এ ঘটনায় আকুলের পরিবারকে ফাঁসাতে গত ১৫ জানুয়ারী রাতে আকুলের স্ত্রী ও তার শশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আকুলের ছোট ভাই মোঃ ইউসুফ আলী শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে বলে জানান আকুলের স্ত্রী মোছাঃ শাহানা খাতুন।

অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলী বলেন, বিয়ের পর থেকেই স্ত্রী ও শশুরবাড়ির লোকজনের সাথে আকুলের সম্পর্ক ভালো ছিলো না। নিখোঁজের পর থেকেই আকুলের স্ত্রী ও শশুরবাড়ির লোকজনদের আচরণ অস্বাভাবিক লাগছে। তাই আকুলের খোঁজখবর না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেই।

উল্লেখ্য, আকুল এর আগেও তিনবার বাড়িতে কাউকে কিছু না জানিয়ে অন্যাত্র চলে গেছে। কয়েকদিন পরেই আবার আপন ইচ্ছায় বাড়িতে ফিরে এসেছে।

এবার ১৩ দিনেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বিধায় আকুলের অসহায় পরিবার মাথা গোজার শেষ সম্বলটুকু ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

এ ব্যাপারে আকুলের বাবা-মা ও ভাইকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, আকুল যে বাড়ির জায়গা বিক্রি করেছে এ কথা তার পরিবার আগে থেকেই জানতো।

আকুলের নিখোঁজের ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, আকুল এর আগেও কয়েকবার নিজেই আত্ম গোপন করেছে, তবে আমরা তাকে খুজে বের করতে চেষ্টা চালাচ্ছি।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আইন-আদালত

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার...

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার  অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপরাধ

শাহজাদপুরে এমপি’ র ডিও লেটার জাল করার অপরাধে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দ...