বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর ব্র্যাক ব্যাংক এসএমই শাখার ম্যানেজার কর্তৃক ঋণ জালিয়াতির মাধ্যমে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতের কৌশল হিসেবে একজন ঋণ আবেদনকারী ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং ভূয়া জমির ক্রয়ের দলিল ব্যবহার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলাধীন পোরজনা ইউনিয়নের ফেচুয়ামারা গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে নওশাদ ফকির গত বছর শাহজাদপুর ব্রাক ব্যাংক এসএমই শাখায় একটি মিনি ডেইরি ফার্মের নামে ঋণের জন্য আবেদন করে। ঋণ মঞ্জুর হবে এই আশ্বাস দিয়ে শাখার কাষ্টমার রিলেশান অফিসার মো: মাহমুদুল হক জাতীয় পরিচয়পত্র, দলিল দস্তাবেজ এবং ব্লাংক চেক জমা নেন। কিছুদিন পর মাহমুদুল হক নওশাদকে জানিয়ে দেন ব্যাংকের সমস্যা থাকায় তার ঋণ হবে না। এক পর্যায়ে নওশাদ তার কাগজপত্র ও চেক ফেরত চাইলে ব্যাংক কর্মকর্তা সে কাগজ দিতে নানা তালবাহানা করে। এদিকে, গত ২ জানুয়ারী ব্র্যাক ব্যাংকের তিন/চার জন অফিসার নওশাদের বাড়িতে গিয়ে জানান, তার ডেইরি ফার্মের নামে আড়াই লক্ষ টাকা ঋণ অনাদায়ী রয়েছে। তা অতিসত্বর পরিশোধ করতে হবে। বিষয়টি অফিসার মাহমুদুল হককে মোবাইল ফোনে জানালে তিনি নওশাদকে বলেন, ‘ওই ঋণের টাকা জালিয়াতির মাধ্যমে ম্যানেজার আত্মসাত করেছেন।’ তিনি নওশাদকে আরও বলেন, ‘আপনি নওশাদ ভাই কোন চিন্তা করবেন না। আমি ম্যানেজারের সাথে কথা বলে সব ঠিক করে দেবো। আপনি কোন আইনের আশ্রয় নিবেন না। কেউ মোবাইল করলে ফোন ধরবেন না।’ এদিকে, বিষয়টির সত্যতা জানতে গিয়ে ব্যা ংক নথিপত্রে নওশাদ দেখতে পায়, নওশাদের ডেইরি ফার্মের নামে তার ও তার স্ত্রী মিনি খাতুনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আড়াই লাখ টাকা ঋণ পাশ করা হয়েছে। ঋণের সমর্থনে জমির যে দলিল দেখানো হয়েছে সেখানে ক্রেতা নওশাদের ঠিকানা ও বিক্রেতা সরোয়ার হোসেনের ঠিকানা-গ্রাম জুগ্নীদহ, ডাকঘর : নরিনা, উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। যা নওশাদের আসল ঠিকানা হতে প্রায় ৮ কিলোমিটার দূরে। আর ওই জমি, মৌজা, দাগ, খতিয়ান এবং বিক্রেতা সরোয়ার হোসেনকে নওশাদ কোনদিন চিনতেনও না এবং চেনেনও না। এটা ব্যাংক ম্যানেজার আমিনুল ইসলাম ও কর্মকর্তা মাহমুদুল হক অভিনব কায়দায় জালিয়াতি করেছে। এখানে আরও উল্লেখ্য, দলিলসহ ব্যাংকের সকল কাগজপত্রে স্বাক্ষর আছে ‘নসাদ’। কিন্তু বাস্তবে তার নাম ‘নওশাদ’ এবং তিনি স্বাক্ষরও করেন নওশাদ লিখে। বিষয়টি উল্লেখ করে নওশাদ ইতিমধ্যেই ‘ইন্টারর্নাল কন্ট্রোল এন্ড কমপ্লাইন্স ডিভিশন, ব্রাক ব্যাংক লিমিটেড, অনিক টাওয়ার, ১১ ফ্লোর, গুলশান-১ বরাবর অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ম্যানেজার আমিনুল ইসলাম জানান, ‘ঘটনার সাথে আমি জড়িত নই। ব্যাংকে ইনভেষ্টিগেশন চলছে।’ অফিসার মাহমুদুল হকের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি। এদিকে, ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন বরাবর একটি অভিযোগ দাখিল করেছে।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...