বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
আবুল কাশেম : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী ব্যাপারীর ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধারের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী । এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেল ৫ টায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্মুখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আল মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদ, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম, ইউনিয়ন আ.লীগ নেতা আব্বাস আলী মোল্লা, শাহজাহান আকন্দ প্রমূখ। বক্তারা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর এ বিষয়ে দায়িত্ব সবার চেয়ে বেশী। অথচ তারই ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে পুলিশ ইয়াবা উদ্ধার করায় এলাকাবাসী বিষ্মিত হয়েছে। শুধু তাই নয়, মোহাম্মদ আলী ব্যাপারীর এ মাদক সংক্রান্ত আচরণ রীতিমতো বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারমান হিসেবে যেখানে মোহাম্মদ আলী ব্যাপারীর মাদক নির্মূলে জোরালো ভূমিকা রাখার কথা, সেখানে তিনি সম্পূর্ণই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’ এলাকাবাসী মনে করছে, ‘এ যেন সর্ষের মধ্যেই ভূত!’ জানা গেছে, গতকাল শুকবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল পোতাজিয়া ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ চৌকিদার আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ‘পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২ জনের নামে মামলা হয়েছে। পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে ও অপর আসামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’ এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী ব্যাপারীর সাথে তার ব্যাক্তিগত মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...