শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ বলেছেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে দেশ-বিদেশের শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। দেশের অন্য ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়-এটি হবে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়। তাড়াহুড়ো করে নয়, সবার সাথে কথা বলে, গ্রহণযোগ্য মতামতকে প্রাধান্য দিয়ে পরিকল্পিতভাবে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে তাকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ এর প্রথম ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন, যে কোন মূল্যে আমি তার মর্যাদা রক্ষা করবো।’ আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুরে আগমণ উপলক্ষে আয়োজিত এক অর্ভ্যথনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. আব্দুল ওয়াহাব। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ভ্যথনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ড. বিশ্বজিৎ ঘোষকে স্বাগত ও তার কর্মময় জীবনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ আলী, নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এ,এম আব্দুল আজিজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু প্রমুখ। অভ্যর্থনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। এর আগে প্রধান অতিথি ড. বিশ্বজিৎ ঘোষ অনুষ্ঠান স্থলে এলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা আইনজীবী সমিতি, শাহজাদপুর প্রেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। অভ্যর্থনা সভা শেষে বিকেলে নবাগত উপাচার্য উপজেলা পোতাজিয়া ইউনিয়নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনের কার্যক্রম চালুর করার জন্য স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ‘সুইট ড্রীম ভবন’ পরিদর্শন করেন।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র-কাছারিব...

শাহজাদপুরে শতাধিক পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে শতাধিক পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামছুর রহমান শিশির : গত শুক্রবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইস...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...