বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশিে, ১৫ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বুধবার শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শাহজাদপুর চৌকি আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১ টায় দুগালী আইডিয়াল স্কুল ও কলেজে দিবসটি উপলক্ষে আলোচনা, স্মরণসভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ঘরে ঘরে তৈরি করতে হবে। কেবলমাত্র সভা, সমাবেশ, শোক র‌্যালি, ব্যানার-ফেষ্টুনই যেন দিবসটির সারমর্ম না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এ দিবসে মুজিবীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের শপথ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলেই স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’ এ সময় প্রধান অতিথি ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ পরিবারের শহিদ সকল সদস্যদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেতার কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ বলেন, ‘১৯৪৮ সালে পাকভারত ভাগ হলেও এদেশের মানুষের মনের আশা অপূর্ণই রয়ে যায়। ১৯৭১ সালে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ডাকে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।’ উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুগালী আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিন, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলী প্রমূখ। পরে অতিথিবৃন্দ এতিম, গরীবদের মধ্যে খাবার বিতরণ করেন। এদিন, দুপুর দেড় টায় হাটবায়রা স্কুল মাঠে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোকিম খা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এ্যাড. ওয়াজেদ আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ ও দোয়া মাহফিলে অসংখ্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ ও গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া খায়েরের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

আইন-আদালত

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নাঈমুল হাসান রনি (৩০) নামের...

উল্লাপাড়ায় নছিমন উল্টে বউ শ্বাশুড়ি নিহত, আহত ৭