বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন তা প্রান্তিক পর্যায়ের জনগণের মধ্যে সঠিকভাবে তুলে ধরলে নৌকা প্রতীকের বিজয়ে খুব বেশী বেগ পেতে হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যাই হোক না কেনো শাহজাদপুরের এ আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইতিপূর্বে এত বড় সভা অনুষ্ঠিত হয়নি। এতে পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে অতীতের তুলনায় বহুগুণে শক্তিশালী হয়েছে-এটা প্রমাণ হয়েছে। ইতিমধ্যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিষ্টার নিয়োগ দেয়া হয়েছে। গালা-কৈটলা-থানারঘাট করতোয়া সেতু পর্যন্ত বিদেশী দাতা সংস্থার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ১ হাজার কোটি টাকা প্রকল্প ব্যায়ে বাঁধ ও স্লুইচ গেট নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। ওই প্রকল্প কাজ সম্পন্ন হলে উপজেলার বন্যাকবলিত গালা, সোনাতুনী, পোরজনা জালালপুর, খুকনী-পূর্বাঞ্চলের এই ৫ ইউনিয়নবাসীসহ পুরো শাহজাদপুরের লাখ লাখ কৃষক সারা বছরেই এক ফসলের পরিবর্তে বহু ফসলের আবাদ করার মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধন করতে পারবেন। প্রধানমন্ত্রী সারাদেশের ১’শ ১৭ টি উপজেলায় ২০১৭ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনার যে ঘোষণা দিয়েছিলেন তন্মদ্ধে শাহজাদপুরও রয়েছে। এ বছর শেষ হবার আগেই শাহজাদপুর উপজেলাকে শতভাগ বিদুতায়ন উপজেলা ঘোষণা করা হবে।’ আজ সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বটতলায় পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় এমপি আলহাজ্বা হাসিবুর রহমান স্বপন। পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অনিল ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত ওই কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌরমেয়র (ভার:) নাসির উদ্দিন, জেলা আ’লীগ নেতা এড. আব্দুল হাই, উপজেলা আ’লীগ নেতা গোলাম মওলা আজম, আমিনুল ইসলাম ভুলু, শামছুল ইসলাম, কোরবান আলী, রফিকুল ইসলাম বাবলা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসিবুল হক হাসান, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল, ফারুক সরকার, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসলাম শেখ প্রমূখ। হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে ওই কর্মীসভা বিশাল জনসভায় রূপ নেয়। শেষে এমপি জামিরতা মসজিদের উন্নয়নকল্পে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...